#দুবাই: IPL-এর দ্বিতীয় ম্যাচে Kings XI Punjab-এর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৫৮ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস৷ যদিও শেষ তিন ওভার ছাড়া এ দিন দিল্লির ব্যাটিং পুরোপুরি ব্যর্থ৷দিল্লি ইনিংসের শেষ দিকে দলকে লড়াইয়ে ফেরালেন মার্কাস স্টয়নিস৷ মাত্র ২০ বলে তাঁর ৫২ রানের ইনিংসের সৌজন্যে পঞ্জাবের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় থাকল দিল্লি৷
FIFTY!@MStoinis puts up a splendid show here in Dubai with a fine half-century off 20 deliveries.
Just what the @DelhiCapitals needed #Dream11IPL pic.twitter.com/SJDlFLbRG5 — IndianPremierLeague (@IPL) September 20, 2020
এ দিন টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল৷ দিল্লির হয়ে ওপেন করতে নেমে এ দিন পুরোপুরি ব্যর্থ পৃথ্বী শাহ এবং শিখর ধাওয়ান জুটি৷ দু' জনের ভুল বোঝাবুঝিতে শুরুতেই রান আউট হন ধাওয়ান৷ দলের ৯ রানের মাথায় শামির বলে আউট হয়ে ফেরেন পৃথ্বী৷ শামির বলেই দ্রুত ফিরে যান তিন নম্বরে নামা হেটমায়ারও৷
এর পর অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ জুটি গড়ে দিল্লির ইনিংস গড়ার চেষ্টা করেন৷ কিন্তু যথারীতি সেট হয়ে গিয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন ঋষভ৷ ২৯ বলে ৩১ রান করে নবাগত লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের বলে ফিরে যান তিনি৷ এর পর পরই দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (৩৯) ফিরিয়ে দেন শামি৷
That moment when you pick up your maiden IPL wicket.
Welcome to #Dream11IPL, Ravi Bishnoi #DCvKXIP pic.twitter.com/AsPdpoGpin — IndianPremierLeague (@IPL) September 20, 2020
পর পর উইকেট হারিয়ে কোনও সময়ই প্রত্যাশিত রানের গতি তুলতে পারেনি দিল্লি৷ ১৭ ওভারে ১০০ রানে পৌঁছয় তারা৷ শেষ দিকে অবশ্য দিল্লির হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস৷
পঞ্জাবের হয়ে এ দিন বল হাতে সবথেকে সফল মহম্মদ শামি৷ চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি৷ তাঁর আগুনে পেসের সামনে আত্মসমর্পণ করে দিল্লির ব্যাটিং৷ এ ছাড়াও বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছেন কুড়ি বছরের লেগ স্পিনার রবি বিষ্ণোই৷ তাঁকে খেলতেও যথেষ্ট সমস্যায় পড়েছেন দিল্লির ব্যাটসম্যানরা৷ পঞ্জাবের বোলাররা তাঁদের কাজটা করেছেন, দিল্লির বোলাররা দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢেকে জয় এনে দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DC vs KXIP, IPL 2020