corona virus btn
corona virus btn
Loading

CSKvsRR:টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ধোনির, ব্যাট করতে পাঠালেন রাজস্থানকে

CSKvsRR:টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ধোনির, ব্যাট করতে পাঠালেন রাজস্থানকে

আইপিএল-এ এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংগস৷ তার মধ্যে ১৪ বারই জিতেছে ধোনির চেন্নাই৷ মাত্র সাত বার জয় পেয়েছে রাজস্থান৷

  • Share this:

#শারজা: IPL-এর চতুর্থ ম্যাচেও টসে জিতে বোলিং করার পক্ষেই থাকলেন মহেন্দ্র সিং ধোনি৷ শারজাতে টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠালেন সিএসকে অধিনায়ক৷ মূলত শিশিরের ভয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এম এস ধোনি৷

এ দিন সিএসকে দলে একটি পরিবর্তন হয়েছে৷ আম্বাতি রায়ডু পুরোপুরি ফিট না হওয়ায় তাঁর জায়গায় দলে এসেছেন তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়৷ করোনা থেকে সুস্থ হয়ে উঠে এবার চেন্নাইয়ের হয়ে মাঠে নামার সুযোগ পেলেন প্রতিশ্রুতিমান এই ব্যাটসম্যান৷

আইপিএল-এ এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংগস৷ তার মধ্যে ১৪ বারই জিতেছে ধোনির চেন্নাই৷ মাত্র সাত বার জয় পেয়েছে রাজস্থান৷এবারের আইপিএল-এ ধোনির সিএসকে দলের গড় বয়স সবথেকে বেশি৷ সেখানে গড় বয়স সবথেকে কম রাজস্থান রয়্যালসের৷

প্রথম ম্যাচে মুম্বইকে হারানোর পর স্বভাবতই অনেকটা আত্মবিশ্বাসী ধোনির চেন্নাই৷ অন্যদিকে রাজস্থান রয়্যালসে এ বছর বেশ কিছু অনভিজ্ঞ মুখ রয়েছে৷ তবে তাদের সবথেকে বড় ভরসা অধিনায়ক স্টিভ স্মিথ৷ অন্যদিকে এ বার রাজস্থানের ব্যাটিংয়ে অন্যতম ভরসার মুখ হয়ে উঠতে পারেন অভিজ্ঞ রবিন উত্থাপ্পা৷ পাশাপাশি এ বারই রাজস্থান দলে সুযোগ পেয়েছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা যশস্বী জয়সওয়াল৷ বিদেশি হিসেবে ডেভিড মিলারকে পেলেও বেন স্টোকস, জট বাটলাররা এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি৷ যা রাজস্থানের কাছে বড় ধাক্কা৷ জস বাটলার ইউএই-তে পৌঁছে গেলেও কোয়ারেন্টাইনে রয়েছেন৷ আর স্টোকস তাঁর অসুস্থ বাবার চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে রয়েছেন৷ তিনি আদৌ এবারের আইপিএল খেলবেন কি না, তাও এখনও পর্যন্ত অনিশ্চিত৷ বোলিংয়ে রাজস্থানের ভরসা জোফ্রে আর্চার, জয়দেব উনাদকাটরা৷ তুলনামূলক তরুণ এবং অনভিজ্ঞ দল নিয়ে এ বার রাজস্থান রয়্যালস আইপিএল-এ অন্যান্য দলগুলিকে কতটা বেগ দিতে পারে, সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের৷

এ বারের আইপিএল-এ প্রথম বার শারজায় কোনও ম্যাচ হচ্ছে৷ শারজায় বরাবরই বড় রান ওঠে৷ যদিও বল পড়ে একটু ধীরে ব্যাটে আসতে পারে৷ পাশাপাশি সাহায্য পেতে পারেন স্পিনাররাও৷

Published by: Debamoy Ghosh
First published: September 22, 2020, 7:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर