Home /News /ipl /

ধোনি শিবিরের জন্য বড় দুঃসংবাদ! আইপিএল থেকে সরে দাঁড়ালেন সুরেশ রায়না

ধোনি শিবিরের জন্য বড় দুঃসংবাদ! আইপিএল থেকে সরে দাঁড়ালেন সুরেশ রায়না

এবর আইপিএল থেকে বেরিয়ে গেলেন সুরেশ রায়না।

এবর আইপিএল থেকে বেরিয়ে গেলেন সুরেশ রায়না।

শুক্রবারই প্রথম চেন্নাই শিবিরে করোনা হানা দেয়। জানা যায়, দলের অন্তত ১৩ জনের শরীরে করোনা রয়েছে। এর মধ্যে রয়েছে পেসার দীপক চাহারের নামও।

 • Share this:

  #দুবাই: আইপিএল শুরুর মুখে ফের দুঃসংবাদ। আইপিএল থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংস শিবিরের প্রধান স্তম্ভ সুরেশ রায়না। দলের তরফে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন আইপিএল-এ তাঁকে ছাড়াই মাঠে নামবে দল।

  শুক্রবারই প্রথম চেন্নাই শিবিরে করোনা হানা দেয়। জানা যায়, দলের অন্তত ১৩ জনের শরীরে করোনা রয়েছে। এর মধ্যে রয়েছে পেসার দীপক চাহারের নামও।

  স্বাভাবিক ভাবেই, প্রশ্ন ওঠে জৈব সুরক্ষা বলয় ভেদ করে কী করে পৌঁছে গেল করোনা? তাহলে কি সুরক্ষায় ফাঁক সেই থেকেই গেল? এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, করোনার আতঙ্ক থেকে বাঁচতেই নিজেকে সরিয়ে নিচ্ছেন রায়না। দলের সিইও কেএস বিশ্বনাথন অবশ্য বলেছেন, রায়না ব্যক্তিগত কারণে খেলতে চাইছেন না। ইতিমধ্যে দেশেও ফিরে এসেছেন তিনি।

  দীর্ঘ সময় চোট আঘাতে জর্জরিত থাকার পর আইপিএল-এর জন্য নিজেকে তৈরি করছিলেন চিন্না থালা। ভক্তরাও অপেক্ষায় ছিলেন প্রিয় তারকার পারফরমেন্স দেখার জন্য। কিন্তু এবার সেই সব আশায় জল ঢেলে দিলেন রায়না নিজেই।

  Published by:Arka Deb
  First published:

  Tags: IPL 2020

  পরবর্তী খবর