#মুম্বই: কয়েক ঘণ্টা আগেই অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি৷ তারপরেই তাঁর অন্যতম কাছের আরও এক ক্রিকেটার সুরেশ রায়নাও অবসর ঘোষণা করেন৷ এই মুহূ্র্তে ২ ক্রিকেটারই চেন্নাইতে সিএসকে-র প্রস্তুতি শিবিরে রয়েছেন৷ ক্রিকেট থেকে অনেকটা দিন দূরে সরে থাকার পর ক্রিকেট ফের ফিরেছে৷ আইপিএল ২০২০ -র আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ সেখানে যাওয়ার আগে ছোট একটা ট্রেনিং সেশনে ধোনি এন্ড কোং৷
কেমন আছে চেন্নাই সুপার কিংসের ড্রেসিং রুমে ছবি৷ ধোনি বা সুরেশ রায়না ঠিক কি করছেন তারই ছবি উঠে এসেছে চেন্নাই সুপার কিংসের পোস্ট করা ভিডিওতে৷ নিজেদের পোস্ট করা ভিডিও-র ট্যাগলাইনে লিখেছেন, "Two roads converged on a #yellove wood..." এছাড়াও দুই তারকার ডাকনামও রয়েছে- #Thala ও #ChinnaThala-দেখে নিন সেই আবেগপূর্ণ ভিডিও৷
Two roads converged on a #yellove wood... #Thala #ChinnaThala #73Forever 🦁🦁 pic.twitter.com/0BDe99kp0z
— Chennai Super Kings (@ChennaiIPL) August 16, 2020
থালা ও চিন্না থালা -ধোনি ও রায়নার ডাকনাম৷ সিএসকে ফ্যানরা তাঁদের ওই নামেই ডাকেন৷
অবসর ঘোষণার পর এই ভিডিও স্বাভাবিকভাবেই ধোনিপ্রেমীদের আরও আবেগপ্রবণ করে তুলছে৷ ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি ৷ শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে ধোনি লেখেন, ‘‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ ৷ আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন। ’’
View this post on InstagramThanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ ৷ আর ভারতের জার্সি গায়ে দেখা যাবে না এমএসডি-কে ৷ তবে তিনি ক্রিকেটের কোন ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন, তা স্পষ্ট করে কিছু জানাননি ৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা এ বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তাঁকে খেলতে দেখা যাবে বলেই আশাবাদী ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷
কবে ফের আবার মাঠে ফিরবেন ধোনি ? তিনি কি কোনও বিদায়ী ম্যাচ খেলবেন ? ক্রিকেট বিশেষজ্ঞরা ধোনিকে নিয়ে প্রায়শই এই সমস্ত বিষয় নিয়ে নানা মতামত দিতেন। কিন্তু যাঁকে নিয়ে এত কথা তিনি গত কয়েক মাসে কখনই কোনও মন্তব্য করেননি। এত বড় একটা সিদ্ধান্ত যে নিতে চলেছেন তিনি, তা আগাম জানতে দেননি কাউকেই। আইপিএলের জন্য আমিরশাহি উড়ে যাওয়ার আগে ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে চেন্নাই সুপার কিংস। সেই ক্যাম্পের জন্য চেন্নাই পৌঁছেই ধোনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত। শেষ হয়ে গেল দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট পরিক্রমা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL, IPL 2020, Mahendra Singh Dhoni, MS Dhoni