১১ অক্টোবর। দুবাইয়ের মাটিতে সেদিন সানরাইজার্স হায়দরাবাদের কাছ থেকে নাটকীয় ভাবে জয় ছিনিয়েছিল রাজস্থান রয়্যালস। ষষ্ঠ উইকেটে দুই তরুণ ব্যাটসম্যান রাহুল তেওটিয়া ও রিয়ান পরাগের দুর্দান্ত ৮৫ রানের পার্টনারশিপে সেদিন ম্যাচ জেতার পর ট্যুইটে সরব হয়েছিল রয়্যালসরা। ওয়ার্ল্ড বিরিয়ানি ডে-র কথা মাথায় রেখে হায়দরাবাদকে ব্যঙ্গ করে টুইটে হায়দরাবাদি বিরিয়ানির অর্ডার দেয় রাজস্থান রয়্যালস। কেটে গেছে ১০ দিন। এবার আট উইকেটে রাজস্থানকে হারিয়ে সেই বদলা নিল হায়দরাবাদ। ট্যুইটে দিল যোগ্য জবাব। রাজস্থানের তরফে করা বিরিয়ানির অর্ডার এ বার বাতিল করল হায়দরাবাদ।
Hey @Zomato, we’d like to place an order for one LAAAAARGE Hyderabadi Biryani.
Location: One & Only Royal Mirage 📍#WorldBiryaniDay — Rajasthan Royals (@rajasthanroyals) October 11, 2020
গতকাল রাজস্থানের ১৫৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি হায়দরাবাদের। ইংলিশ পেসার জোফরা আর্চারের কাছে বশ্যতা শিকার করতে বাধ্য হন অধিনায়ক ওয়ার্নার। শুরুর দিকের ওভারেই চার রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। জোফরার কাছে কাবু হয়ে যান জনি বেয়ারস্টোও। ৭ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মণীশ পাণ্ডে অবশ্য মাঠ আর ক্রিজ দুটোর চেহারাই আগে-ভাগে বুঝে গিয়েছিলেন। ফিল্ড রেস্ট্রিকশনের সুবিধাকে যথাসময়ে কাজে লাগান তিনি। আর ৪৭ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন। উল্লেখ্য, এই ৮৩ রানের ইনিংসে ছিল ৮টি ছক্কা ও চারটি চার। অন্য দিকে ক্রিজের মাটি কামড়ে পড়ে থাকেন বিজয় শঙ্কর। তাঁর ৫১ বলে ৫২ রানও ম্যাচ জয়ের পথ অনেকটা সুগম করে দেয়। যার জেরে ১১ বল বাকি থাকতেই গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে নেয় হায়দরাবাদ।
Cancel the biryani order our friends can't handle the level of spice 🙂
P.S. : Daal baati should just do fine.#RRvSRH #KeepRising #OrangeArmy #Dream11IPL https://t.co/CLvZ1VhJkN — SunRisers Hyderabad (@SunRisers) October 22, 2020
ম্যাচ জেতার পর যোগ্য জবাব দিল সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানের পুরনো ট্যুইট কোট করে SRH-এর জবাব, আপাতত বিরিয়ানির অর্ডার ক্যানসেল করে দেওয়া হোক। কারণ আমাদের বন্ধুরা বিরিয়ানির এত কড়া মশলা সামলাতে পারবেন না। এর থেকে ডাল-বাটি ভালো। সরব হন হায়দরাবাদ ফ্যানেরাও। ট্যুইট, রিট্যুইট আর মিমের ভিড়ে রাজস্থানকে কার্যত তুলোধোনা করেছেন তাঁরা।
Cancel the biryani order our friends can't handle the level of spice 🙂 P.S. : Daal baati should just do fine.#RRvSRH #KeepRising #OrangeArmy #Dream11IPL https://t.co/CLvZ1VhJkN
— SunRisers Hyderabad (@SunRisers) October 22, 2020
সানরাইজার্সের কাছে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই জয়ের সুবাদে এখন আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্য দিকে, ১১ ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে হারের পর আপাতত সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের বর্তমান পয়েন্ট ৮।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।