#মুম্বই:চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো সরে যাওয়ার পর কে হবে আইপিএলের টাইটেল স্পনসর ৷ এই নিয়ে ছিল নানা জল্পনা ৷ বেশ কয়েকদিন ধরেই জিও, Byju's, পতঞ্জলির মতো আরও অনেক সংস্থার নাম উঠে এসেছিল আইপিএলের প্রধান স্পনসর হওয়ার দৌড়ে ৷ শেষপর্যন্ত সবাইকে ছাপিয়ে টাইটেল স্পনসরশিপের বিডে জিতে নিতে সফল Dream11 ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ২২২ কোটি টাকার বিডে আইপিএলের টাইটেল স্পনসরশিপ রাইটস জিতে নিতে সফল ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন ৷ আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই খবর জানান পিটিআইকে ৷
Fantasy sports platform Dream11 wins IPL title sponsorship rights with a bid of Rs 222 crore: IPL Chairman Brijesh Patel to PTI
আইপিএল-এর অন্যতম পার্টনার ছিল এই ফ্যান্টাসি ক্রিকেট লিগ প্ল্যাটফর্মটি। আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম১১-এর প্রতিদ্বন্দ্বিতা ছিল টাটা সন্স, Byju's এবং আনঅ্যাকাডেমির সঙ্গে। বলা বাহুল্য, অর্থের জোরেই টাইটেল স্পনসরশিপ রাইটস জিতে নিতে সফল ড্রিম১১ ৷ বিডে দ্বিতীয় সর্বোচ্চ দর ওঠে আনঅ্যাকাডেমির ২১০ কোটি টাকা ৷ এরপর ছিল টাটা সন্স ১৮০ কোটি টাকা এবং Byju's-এর দর ১২৫ কোটি টাকা ৷
সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবছরের আইপিএল। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ক্রিকেটের ক্রোড়পতি লিগে এবার টাইটেল স্পনসর হিসেবে দেখা যাবে ড্রিম ইলেভেনকে। চিনা পণ্য বয়কটের জেরে আইপিএলের টাইটেল স্পনসর থেকে এর আগে সরে গিয়েছিল ভিভো। তার দু’ সপ্তাহের মধ্যেই নতুন টাইটেল স্পনসর খুঁজে নিল বিসিসিআই।