#মুম্বই: দেশেই অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দদশ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2021)৷ এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)৷ গতবার করোনার কারণে ৬ মাস আইপিএল পিছিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল৷ এবারও ব্যাক-আপ ভেন্যু হিসাবে মরুদেশের কথাই মাথায় ছিল বিসিসিআইয়ের৷ কারণ ভারতে করোনা নিয়ন্ত্রণে আসলেও, দেশ কিন্তু মহামারি মুক্ত হয়নি৷ কিন্তু দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ভারতেই হবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট৷ তবে খুব সঙ্গত কারণেই দেশ জুড়ে আইপিএল হবে না৷ একটি মাত্র রাজ্যেই হবে খেলা, আয়োজক রাজ্য হিসাবে বিসিসিআই বেছে নিয়েছে মহারাষ্ট্র এবং গুজরাতকে৷
জানা যাচ্ছে মে মাসের শেষের দিকে মুম্বই এবং পুণে মিলিয়ে মোট পাঁচটি ভেন্যুতে হবে আইপিএলের ১৪ তম সংস্করণ৷ ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium), ব্রেবোর্ন স্টেডিয়াম (Brabourne Stadium), ডিওয়াই পাতিল স্টেডিয়াম (DY Patil Stadium), নবি মুম্বইয়ের রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম (Reliance Cricket Stadium) ও পুণের শহরতলির মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে (Maharashtra Cricket Association) বেছে নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে৷ রিপোর্ট বলছে যে, মোতেরার সর্দার পাতিল স্টেডিয়ামে লিগের নকআউট পর্যায়ের ম্যাচগুলি হতে পারে৷ যেমনটা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হয়েছিল৷
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল জানিয়েছেন যে, বোর্ড করোনা টিকার ব্যাপারে বোর্ড কেন্দ্রের সঙ্গে কথা বলছে৷ তাঁরা নিশ্চিত যে, আইপিএল ফের ভারতেই হবে৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমরা ভারতেই আইপিএল আয়োজনের ব্যাপারে কাজ করছি৷ আশা করছি দেশের মাটিতেই টুর্নামেন্ট আয়োজন করতে পারব৷ এই মুহূর্তে ব্যাক-আপ ভেন্যু নিয়ে ভাবছিও না৷ আমরা ভারতেই আইপিএল আয়োজন করতে চাই৷ এখন সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহির থেকে ভারত বেশি নিরাপদ৷ আশা করছি করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকবে, আরও উন্নত হবে৷ ভারতেই আইপিএল করা যাবে৷"
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিজয় হাজারে ট্রফি ও মহিলাদের (সিনিয়র) ওয়ানডে টুর্নামেন্টের পরেই আইপিএল হবে৷ তবে লজিস্টিক সমস্যার জন্য ৮৭ বছরে এই প্রথম রঞ্জি ট্রফি হবে না৷ আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে চেন্নাইতে৷ সেই দিকেই আপাতত সকলের পাখির চোখ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2021