হোম /খবর /খেলা /
IPL 2021: বিদেশে নয়, ভারতেই হচ্ছে টুর্নামেন্ট, বেছে নেওয়া হল ভেন্যু

IPL 2021: দেশের মাটিতেই হচ্ছে টুর্নামেন্ট, বেছে নেওয়া হল ভেন্যু

BCCI to host IPL 2021 in India

BCCI to host IPL 2021 in India

দেশেই অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দদশ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2021)৷ এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)৷ গতবার করোনার কারণে ৬ মাস আইপিএল পিছিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল৷ এবারও ব্যাক-আপ ভেন্যু হিসাবে মরুদেশের কথাই মাথায় ছিল বিসিসিআইয়ের৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#মুম্বই: দেশেই অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দদশ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2021)৷ এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)৷ গতবার করোনার কারণে ৬ মাস আইপিএল পিছিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল৷ এবারও ব্যাক-আপ ভেন্যু হিসাবে মরুদেশের কথাই মাথায় ছিল বিসিসিআইয়ের৷ কারণ ভারতে করোনা নিয়ন্ত্রণে আসলেও, দেশ কিন্তু মহামারি মুক্ত হয়নি৷ কিন্তু দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ভারতেই হবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট৷ তবে খুব সঙ্গত কারণেই দেশ জুড়ে আইপিএল হবে না৷ একটি মাত্র রাজ্যেই হবে খেলা, আয়োজক রাজ্য হিসাবে বিসিসিআই বেছে নিয়েছে মহারাষ্ট্র এবং গুজরাতকে৷

জানা যাচ্ছে মে মাসের শেষের দিকে মুম্বই এবং পুণে মিলিয়ে মোট পাঁচটি ভেন্যুতে হবে আইপিএলের ১৪ তম সংস্করণ৷ ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium), ব্রেবোর্ন স্টেডিয়াম (Brabourne Stadium), ডিওয়াই পাতিল স্টেডিয়াম (DY Patil Stadium), নবি মুম্বইয়ের রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম (Reliance Cricket Stadium) ও পুণের শহরতলির মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে (Maharashtra Cricket Association) বেছে নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে৷ রিপোর্ট বলছে যে, মোতেরার সর্দার পাতিল স্টেডিয়ামে লিগের নকআউট পর্যায়ের ম্যাচগুলি হতে পারে৷ যেমনটা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হয়েছিল৷

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল জানিয়েছেন যে, বোর্ড করোনা টিকার ব্যাপারে বোর্ড কেন্দ্রের সঙ্গে কথা বলছে৷ তাঁরা নিশ্চিত যে, আইপিএল ফের ভারতেই হবে৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমরা ভারতেই আইপিএল আয়োজনের ব্যাপারে কাজ করছি৷ আশা করছি দেশের মাটিতেই টুর্নামেন্ট আয়োজন করতে পারব৷ এই মুহূর্তে ব্যাক-আপ ভেন্যু নিয়ে ভাবছিও না৷ আমরা ভারতেই আইপিএল আয়োজন করতে চাই৷ এখন সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহির থেকে ভারত বেশি নিরাপদ৷ আশা করছি করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকবে, আরও উন্নত হবে৷ ভারতেই আইপিএল করা যাবে৷"

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিজয় হাজারে ট্রফি ও মহিলাদের (সিনিয়র) ওয়ানডে টুর্নামেন্টের পরেই আইপিএল হবে৷ তবে লজিস্টিক সমস্যার জন্য ৮৭ বছরে এই প্রথম রঞ্জি ট্রফি হবে না৷ আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে চেন্নাইতে৷ সেই দিকেই আপাতত সকলের পাখির চোখ৷

Published by:Subhapam Saha
First published:

Tags: IPL 2021