IPL 2021: টাইটেল স্পনসর হিসাবে ফিরে আসুক VIVO! এমনটাই চাইছে BCCI

IPL 2021: টাইটেল স্পনসর হিসাবে ফিরে আসুক VIVO! এমনটাই চাইছে BCCI
BCCI open to VIVO's return as IPL 2021 title sponsor

 • Share this:

  #মুম্বই: চোদ্দদশ আইপিএলের (IPL 2021) ঢাকে কাঠি পড়ে গিয়েছে৷ আগামী ১৮ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই চেন্নাইতে আইপিএল নিলাম৷ করোনা কালে ছোট করে আয়োজন বলে নাম, 'মিনি অকশন'৷ কিন্তু আইপিএল নিলাম হবে স্পনসরহীন৷ কারণ স্পনসরশিপের ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)৷

  চিনা ফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো-র (VIVO) সঙ্গে বোর্ডের পাঁচ বছরের চুক্তি রয়েছে টাইটেল স্পনসরশিপের৷ কিন্তু গতবছর ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত-চিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহিদ হন। এই ঘটনার পরেই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার৷ এর কোপ এসে পড়ে ভিভোর ওপরেও৷ দেশের চিন বিরোধী আবেগের কথা মাথায় রেখেই বিসিসিআই গতবার ভিভোকে আইপিএলের টাইটেল স্পনসর করেনি৷ ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনকে (Dream11) সুযোগ দেয় ভারত৷

  ড্রিম ইলেভেন ভিভোর অর্ধেক টাকায় বোর্ডের সঙ্গে চুক্তি করে গতবার৷ অঙ্কের পরিমাণ ২২২ কোটি টাকা৷ ২০১৮-২০২২ সাল অবধি পাঁচ মরসুম মিলিয়ে মোট ২১৯০ কোটি টাকার চুক্তি আছে বিসিসিআই ও ভিভোর মধ্যে৷ অর্থাৎ প্রতি মরসুমে ভিভো ৪৪০ টাকা করে দেয়ে আইপিএল আয়োজনের জন্য৷ দেখতে গেলে ভিভোর সঙ্গে ভারতের চুক্তিভঙ্গ না হলেও 'থমকে' রয়েছে৷


  ক্রিকবাজ-এর রিপোর্ট বলছে, বিসিসিআই আইপিএল চোদ্দতেই নয়, আগামী মরসুমেও ভিভোকেই চাইছে অর্থনৈতিক কারণে৷ ড্রিম ইলেভেনকে বিসিসিআই আরও বেশি অঙ্কের দরপত্র জমা দিতে বলেছিল গতবছর৷ কিন্তু তারা ২২২ কোটির পর আর উঠতে চায়নি৷ স্পনসরশিপ নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে না পারার জন্যই এবারের আইপিএল নিলাম স্পনসরহীন হচ্ছে৷

  ভিভোর প্রত্যাবর্তন নির্ভর করছে আগামী কয়েক মাসে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক কোন খাতে বইবে তার ওপর৷ কিন্তু এই মুহূর্তে দুই দেশের যা রাজনৈতিক অবস্থান, তাতে করে বোর্ড চাইলেও ভিভোর ফেরাটা প্রায় অসম্ভব৷

  Published by:Subhapam Saha
  First published:

  লেটেস্ট খবর