#আহমেদাবাদ:২০২২ থেকে ৮ দলের বদলে হবে ১০ দলের আইপিএল৷ বৃহস্পতিবার মোতেরায় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আরও নতুন ২টি ফ্র্যাঞ্চাইজি যোগ করার সিদ্ধান্ত নিল বিসিসিআই৷
পাশাপাশি এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড৷ ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অর্ন্তভুক্ত করার আইসিসি-র প্রস্তাবকেও সমর্থন জানিয়েছে বোর্ড৷ আইসিসি চাইছে টি-২০ ফর্ম্যাটেই 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এ ক্রিকেটের আসর অনুষ্ঠিত হোক৷
BCCI general body approves 10-team IPL from 2022 edition at its AGM in Ahmedabad
করোনা কালে প্রথম শ্রেণির ক্রিকেটেও কাটছাঁট করতে হয়েছিল৷ যার ফলে ক্রিকেটারদের (পুরুষ-মহিলা) খেলতে না পারায় বেশ আর্থিক ক্ষতি হয়েছে৷ বোর্ড জানিয়েছে যে, তারা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে দেবে৷ এমনটাই খবর সংবাদসংস্থা পিটিআই-এর৷
করোনার জন্যই ঘরোয়া ক্রিকেট অনেকটা পিছিয়ে গিয়েছে৷ বোর্ড চাইছে জানুয়ারি মাসে সৈয়দ মুস্তাক আলি টি-২০ চ্যাম্পিয়নশিপের হাত ধরেই ফের পুরো দমে শুরু হোক ঘরোয়া ক্রিকেট৷
২০২১ সালে ২০ ওভারের ও ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে৷ বোর্ডের সচিব ও কোষাধ্যক্ষ সরকারের সঙ্গে কথা বলবেন যাতে ওই দু'টো বছর ইভেন্টের জন্য কিছুটা হলেও কর ছাড় পাওয়া যায়৷
বিসিসিআই জাতীয় দলের জন্য আরও তিন নির্বাচককে নিয়োগ করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে৷ শোনা যাচ্ছে প্রাক্তন পেসার অজিত আগরকর এগিয়ে রয়েছেন৷
এদিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজীব শুক্লা ফের একবার হয়ে গেলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি৷ বোর্ডের কাছে শুক্লার নাম প্রস্তাবিত করেছেন ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি ও উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব মহিম বর্মা৷
গতবছর এপ্রিল মাসে বোর্ডের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মহিম৷ বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী একই ব্যক্তি এক সঙ্গে দু'টি পদের দায়িত্বে থাকতে পারেন না৷ মহিম উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব হওয়ায় বোর্ডের দায়িত্ব ছাড়তে বাধ্য হন৷ তারপর থেকে সহ-সভাপতির পদটা ফাঁকাই ছিল৷
আরও জানা গিয়েছে, এই বৈঠকে আইসিসি-র বোর্ডে ডিরেক্টর পদে বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে যাওয়ার পক্ষেই রায় দিয়েছে৷ অন্যদিকে বোর্ড সচিব জয় শাহ থাকছেন বিকল্প ডিরেক্টর হিসবে৷ যাঁরা বিসিসিআইয়ের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় প্রতিনিধিত্ব করবেন৷