#মুম্বই: ফের পুরুষের অসফলতার কারণ হিসাবে কদর্য ভাষায় মহিলাদের অসম্মান করার অভ্যাস আরও একবার মাথা চাড়া দিয়ে উঠল। এ বার সরাসরি আক্রমণ করা হল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র অধিকনায়ক বিরাট কোহলির স্ত্রী বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা’কে । মাঠে বিরাটের ব্যর্থতার ভাগীদার বানিয়ে কাঠগোড়ায় দাঁড় করানো হল তাঁর সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কাকে । কদর্য এই মন্তব্যটি করেছেন ভারতীয় দলের প্রবাদপ্রতীম প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর ।
আইপিএল-এর আসর বসেছে দুবাইতে । বৃহস্পতিবার ছিল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র সঙ্গে ‘কিংস ইলেভেন পঞ্জাব’-এর খেলা । সেখানে পঞ্জাবের সামনে চরম ব্যর্থ হয় কোহলির বেঙ্গালুরু ।পঞ্জাব জয়ী হয় ৯৭ রানে । এতেই সব দোষ গিয়ে পড়ে বিরাটের উপর । ম্যাচের গুরুত্বপূর্ণ সময় কেএল রাহুলের দু’টি ক্যাচ হাত থেকে ফেলে দেন বিরাট । আর এতেই রোষের আগুনে যেন ঘি পড়ে । ওই ম্যাচে মাত্র ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন পঞ্জাব অধিনায়ক রাহুল ৷
সেই খেলার সূত্র ধরে নিম্নরুচির পরিচয় দিয়ে বসেন গাভাস্কর । বলেন, ‘‘লকডাউনে বিরাট সম্ভবত অনুষ্কার বল খেলাই প্র্যাকটিস করেছেন ।’’ একজন প্রবীণ খেলোয়াড়ের ওই মন্তব্যে স্বাভাবিক ভাবেই নিন্দার ঝড় ওঠে । ওই মন্তব্যের পর কড়া ভাষায় এর প্রতিবাদ করেন অনুষ্কা । সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, কেন একজন স্বামীর ফলতা বা ব্যর্থতার পর তাঁর স্ত্রী’কে আক্রমণ করা হবে । আপনি এতদিন সমস্ত ক্রিকেটারের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রেখেছেন, আপনার মনে হয় না আমাদেরও সেটা প্রাপ্য । এটা ২০২০ । আর এখনও আমার জন্য পরিস্থিতির কোনও বদল হল না । আর কবে ক্রিকেটের মধ্যে আমার নাম টেনে আনাটা বন্ধ হবে । আর এরকম কদর্য মন্তব্য থেকে কবে রেহাই দেওয়া হবে আমাকে । মিস্টার গাভাস্কর আপনি একজন লেজেন্ড, যাঁর নাম এই খেলায় একটা অনেকবড় জায়গা নিয়ে রয়েছে । আমি এটাই শুধু আপনা’কে জানাতে এসেছিলাম, যে আমার ঠিক কী মনে হয়েছিল যখন শুনলাম আপনি এরকম একটা মন্তব্য করেছেন ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, IPL 2020, Sunil Gavaskar, Virat Kohli