#মুম্বই: ফের পুরুষের অসফলতার কারণ হিসাবে কদর্য ভাষায় মহিলাদের অসম্মান করার অভ্যাস আরও একবার মাথা চাড়া দিয়ে উঠল। এ বার সরাসরি আক্রমণ করা হল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র অধিকনায়ক বিরাট কোহলির স্ত্রী বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা’কে । মাঠে বিরাটের ব্যর্থতার ভাগীদার বানিয়ে কাঠগোড়ায় দাঁড় করানো হল তাঁর সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কাকে । কদর্য এই মন্তব্যটি করেছেন ভারতীয় দলের প্রবাদপ্রতীম প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর ।
আইপিএল-এর আসর বসেছে দুবাইতে । বৃহস্পতিবার ছিল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র সঙ্গে ‘কিংস ইলেভেন পঞ্জাব’-এর খেলা । সেখানে পঞ্জাবের সামনে চরম ব্যর্থ হয় কোহলির বেঙ্গালুরু ।পঞ্জাব জয়ী হয় ৯৭ রানে । এতেই সব দোষ গিয়ে পড়ে বিরাটের উপর । ম্যাচের গুরুত্বপূর্ণ সময় কেএল রাহুলের দু’টি ক্যাচ হাত থেকে ফেলে দেন বিরাট । আর এতেই রোষের আগুনে যেন ঘি পড়ে । ওই ম্যাচে মাত্র ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন পঞ্জাব অধিনায়ক রাহুল ৷
সেই খেলার সূত্র ধরে নিম্নরুচির পরিচয় দিয়ে বসেন গাভাস্কর । বলেন, ‘‘লকডাউনে বিরাট সম্ভবত অনুষ্কার বল খেলাই প্র্যাকটিস করেছেন ।’’ একজন প্রবীণ খেলোয়াড়ের ওই মন্তব্যে স্বাভাবিক ভাবেই নিন্দার ঝড় ওঠে । ওই মন্তব্যের পর কড়া ভাষায় এর প্রতিবাদ করেন অনুষ্কা । সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, কেন একজন স্বামীর ফলতা বা ব্যর্থতার পর তাঁর স্ত্রী’কে আক্রমণ করা হবে । আপনি এতদিন সমস্ত ক্রিকেটারের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রেখেছেন, আপনার মনে হয় না আমাদেরও সেটা প্রাপ্য । এটা ২০২০ । আর এখনও আমার জন্য পরিস্থিতির কোনও বদল হল না । আর কবে ক্রিকেটের মধ্যে আমার নাম টেনে আনাটা বন্ধ হবে । আর এরকম কদর্য মন্তব্য থেকে কবে রেহাই দেওয়া হবে আমাকে । মিস্টার গাভাস্কর আপনি একজন লেজেন্ড, যাঁর নাম এই খেলায় একটা অনেকবড় জায়গা নিয়ে রয়েছে । আমি এটাই শুধু আপনা’কে জানাতে এসেছিলাম, যে আমার ঠিক কী মনে হয়েছিল যখন শুনলাম আপনি এরকম একটা মন্তব্য করেছেন ।’’