#দুবাই:আইপিএল-এ খেলছেন না হরভজন ৷ নিজে ট্যুইট করে জানিয়ে দিলেন খোদ ভাজ্জি৷ তিনি জানিয়েছেন ব্যক্তিগত ভাবে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ তাই এবারের জন্য আইপিএল -এ খেলছেন না তিনি৷ চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্টকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন এই পরিস্থিতিতে তার পাশে থাকার জন্য৷
IPL শুরু হতে আর দিন কয়েক বাকি এরই মধ্যে চেন্নাই সুপার কিংসে বিপদ যেন শেষই হচ্ছে না৷ একের পর এক দলের স্টার ক্রিকেটারর দলের বাইরে চলে যাচ্ছেন৷ একে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে যাওয়ার পরেই করোনা আক্রান্ত হন ক্রিকেটার ও স্টাফরা৷ এরপর দুসংবাদ আসে সুরেশ রায়নার থেকে৷ ব্যক্তিগত সমস্যা-র কারণে দেশে ফিরে আসেন তিনি৷ এবার চেন্নাই থেকে ছিটকে গেলেন হরভজন সিং৷ তিনি জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে আইপিএলের ১৩ মরশুমে তিনি খেলবেন না৷ হরভজন চেন্নাইতে ট্রেনিং ক্যাম্পের সময়েও আসতে পারেননি৷ পাশাপাশি হরভজন দলের সঙ্গে নির্ধারিত সময়ে ইউএই-তেও যাননি৷
চেন্নাইয়ের ট্রেনিং ক্যাম্পে হরভজন সিং ছাড়া রবীন্দ্র জাডেজাও যোগ দেননি৷ সে সময়েই পাঁচদিনের ট্রেনিং ক্যাম্প ছিল৷ তবে জাডেজা দলের সঙ্গে একইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি পাড়ি জমিয়েছিলেন৷ এনডিটিভি - অনুযায়ি হরভজন ব্যক্তিগত কারণে এই আইপিএলে আসেননি৷
নিজের ট্যুইটার হ্যান্ডেলে হরভজন সিং জানিয়েছেন এই সংবাদ৷ যা চেন্নাই সুপার কিংস ফ্যানদের জন্য মর্ম বিদারক৷
Dear Friends I will not be playing IPL this year due to personal reasons.These are difficult times and I would expect some privacy as I spend time with my family. @ChennaiIPL CSK management has been extremely supportive and I wish them a great IPL Stay safe and Jai Hind
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 4, 2020
আইপিএলে চেন্নাই দলের তারকা বোলার হরভজন সিং৷ সুরেশ রায়না দলের তিন নম্বরের নিয়মিত ব্যাটসম্যান৷ তাঁর আইপিএলের ট্র্যাক রেকর্ড অসম্ভব দারুণ৷ পাশাপাশি হরভজন সিং গত মরশুমে ১৬ উইকেট নিয়েছিলেন৷ আইপিএলে -র রেকর্ড বুকে সবচেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকায় তিন নম্বরে রয়েছেন৷ ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর এই আইপিএল হবে৷
ইতিমধ্যেই এবারের আইপিএলের জন্য ইউএই পৌঁছে গেছে৷ প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় ট্রেনিং সেশন চলছে৷ চেন্নাই সুপার কিংস এখনও অনুশীলনের অনুমতির অপেক্ষায় রয়েছে৷ দলের ১৩ সদস্য করোনা পজিটিভ হয়ে যাওয়ায় গণ্ডগোল শুরু হয়ে গেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK, Harbhajan Singh, IPL 2020, Suresh Raina