• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • আরও কোনঠাসা ট্রাম্প, উস্কানির অভিযোগে এবার দরজা বন্ধ করল ইউটিউব

আরও কোনঠাসা ট্রাম্প, উস্কানির অভিযোগে এবার দরজা বন্ধ করল ইউটিউব

সমাজমাধ্যমে আরও একঘরে ডোনাল্ড ট্রাম্প।

সমাজমাধ্যমে আরও একঘরে ডোনাল্ড ট্রাম্প।

এখনও পর্যন্ত ইউটিউবউ একমাত্র মাধ্যম ছিল যা ট্রাম্পকে বয়কট করেনি।

 • Share this:

  #ওয়াশিংটন: তাঁর সঙ্গ ছেড়েছে ফেসবুক, ট্যুইটার। অভিযোগ ক্যাপিটল বিল্ডিং হামলা হয়েছে তাঁরই প্ররোচনায়। এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মুখ ফেরালো ইউটিউবও। অভিযোগ ট্রাম্পের ব্যক্তিগত ইউটিউব হ্যান্ডেলে এমন কোনও কন্টেট ছিল যা উস্কানিমূলক এবং স্বভাবতই ইউটিউবের শর্ত লঙ্ঘনকারী।এই কারণেই মঙ্গলবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সরিয়ে দেয় ইউটিউব। এবং বলা হয়, এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

  এখনও পর্যন্ত ইউটিউবউ একমাত্র মাধ্যম ছিল যা ট্রাম্পকে বয়কট করেনি। ক্যাপিটল হামলার অব্য়বহিত পরে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করে ফেসবুক, পুরোপুরি বয়কট করে হোয়াটসঅ্যাপ।

  ইউটিউবের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানান, আমরা সযত্নে খতিয়ে দেখে মনে করেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও। কোনও সন্দেহ নেই ভিডিওটি প্ররোচনামূলক। সেই কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী, আপাতত সাতদিন নতুন ভিডিও আপলোড বা লাইভস্ট্রিম করা যাবে না। এই মেয়াদটা আরও বাড়তে পারে।

  Published by:Arka Deb
  First published: