• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ইউটিউব সদর দফতরের সামনে চলল গুলি, আত্মঘাতি হামলাকারি

ইউটিউব সদর দফতরের সামনে চলল গুলি, আত্মঘাতি হামলাকারি

Nasim Najafi Aghdam, who opened fire at YouTube Headquarters in California

Nasim Najafi Aghdam, who opened fire at YouTube Headquarters in California

ইউটিউবের সদর দফতরে হামলা ৷ হামলাকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন তিনজন ৷ আত্মঘাতি হয়েছে মহিলা হামলাকারীও ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

 • Share this:

  #ওয়াশিংটন: ইউটিউবের সদর দফতরে হামলা ৷ হামলাকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন তিনজন ৷ আত্মঘাতি হয়েছে মহিলা হামলাকারীও ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

  সূত্রের খবর, ওই মহিলা হামলাকারীর নাম নাজাফি আঘদাম ৷ সিলিকন ভ্যালির কাছে সান ব্রুনোর কাছে ইউটিউবের সদর দফতরে হামলা চালায় ওই মহিলা হামলাকারি ৷ গতকাল রাতে আচমকাই অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই মহিলা দুষ্কৃতি ৷

  তবে, কি কারণে হামলা চালিয়েছে দুষ্কৃতিরা ? সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ নাজাফি আঘদামের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, তাঁর ভিডিও নিয়ে ইউটিউব পক্ষপাতিত্ব করেছে ৷ এমনই একটি বিষয় তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে এসেছে ৷ সম্ভবত ওই কারণেই মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মঘাতি হয়েছে ওই হামলাকারি ৷

  জানা গিয়েছে, জুকারবার্গ সান ফ্রান্সিসকো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিন আহত ব্যক্তি ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ৷ তিনিও এই ঘটনাটিকে দু:খজনক আখ্যা দিয়েছেন ৷

  First published: