#বেজিং: ছুটির দিন গার্লফ্রেন্ডকে বগলদাবা করে একটু ঘোরাঘুরি আর খাওয়া-দাওয়া ৷ এমনটা করতে কার না ভালো লাগে বলুন তো! আর শপিংমলে গিয়ে একা একা কেনাকাটা করতে কাহাতক ভালো লাগে বলুন তো! কিন্তু একটাও গার্লফ্রেন্ড নেই তো ৷ কী আর করা যায়! এমনতরো হাপিত্যেশ আর গার্লফ্রেন্ড সঙ্গে করে শপিংমলে ঘুরে বেড়ানো ছেলেদেরকে হিংসে করার দিন শেষ ৷ কেননা গার্লফ্রেন্ড ভাড়া দিচ্ছে চিনের একটি শপিংমল ৷ অবাক হলেও এটাই সত্যি ৷
শপিং মলে ক্রেতা টানতে এমনই দারুণ অফার দিয়েছে দক্ষিণ চিনের হিউয়ান শহরের ‘ভাইটালিটি সিটি’ নামে একটি শপিং মল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। সেখানে জানানো হয়েছে, শপিং মলের প্রতিটি করিডরের সামনে কিছু মহিলা, যাঁরা প্রত্যেকেই মডেল ৷ এবং তাঁরাই গার্লফ্রেন্ডের ভূমিকা পালন করবেন ৷
তাঁদের সঙ্গে একসঙ্গে ঘোরা, খাওয়াদাওয়া, আড্ডা, সেলফি তোলা— সব সুযোগই পাওয়া যাবে । শপিং মলের প্রতিটি করিডোরের সামনে একজন করে মডেল দাঁড়িয়ে থাকবে ৷ সেখান থেকে পছন্দমতো একজনের সঙ্গে ২০ মিনিট সময় ধরে ঘোরার সুযোগ মিলবে ৷ আর ২০ মিনিট ঘোরার জন্য ক্রেতাদের দিতে হবে ১ আরএমবি ৷ যা ভারতীয় মুদ্রায় ১০ টাকার সমান ৷ তবে ওই চিনা শপিংমল এই পরিষেবা নেওয়ার ক্ষেত্রে রেখেছে দু’টি গুরুত্বপূর্ণ শর্ত ৷ প্রথমটি হল-শপিংমলের বাইরে কোনওভাবেই ওই মহিলাদের নিয়ে যাওয়া চলবে না ৷ আর দ্বিতীয়টি হল ওই মডেলদের গায়ে এক্কেবারেই হাত দিতে পারবেন না ক্রেতারা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China News, Chinese Shopping Mall, Girlfriend, Rented Girlfriend, Shopping Mall