হোম /খবর /বিদেশ /
বাড়ি থেকে এক বছর বাইরে না গিয়েও করোনা আক্রান্ত তসলিমা নাসরিন!

Taslima Nasreen Covid+: বাড়ি থেকে এক বছর বাইরে না গিয়েও করোনা আক্রান্ত তসলিমা নাসরিন!

তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিন।

করোনাভাইরাসে (Covid-19 Positive) আক্রান্ত হলেন জনপ্রিয় লেখিকা ও সমাজকর্মী তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তিনি জানিয়েছেন, গত এক বছর ধরে তিনি বাড়ি থেকে বাইরে বের হননি।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনাভাইরাসে (Covid-19 Positive) আক্রান্ত হলেন জনপ্রিয় লেখিকা ও সমাজকর্মী তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তিনি জানিয়েছেন, গত এক বছর ধরে তিনি বাড়ি থেকে বাইরে বের হননি। তার পরেও কী ভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন তা নিয়ে নিজেই বিস্মিত লেখিকা। ট্যুইটারে নিজেই বিস্ময় প্রকাশ করে তসলিমা লিখেছেন, 'এক বছরের বেশি হতে চলল বাড়ির বাইরে পা রাখিনি। কাওকে বাড়িতে আসার অনুমতিও দেইনি। আমার বিড়ালের সঙ্গে বাড়িতে আমি একা। যদি জানতে পারতাম কী করে সংক্রমিত হলাম তাহলে বড় ভালো হত।'

তিনি জানান, মাস দু'য়েক আগে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। গত এক বছরে ওই এক ঘন্টার জন্যই বাইরে বেরিয়েছিলেন তিনি। তার পরেও আক্রান্ত হলেন তসলিমা। ফেসবুকে তসলিমা এ প্রসঙ্গে লিখেছেন, 'আমি চিরকালই দুর্ভাগা। গত বছর মার্চ মাস থেকে বাড়িতে একা রয়েছি। একটা বিড়াল ইনডোর সঙ্গী। কোথাও বাইরে যায়নি। বাড়িতে কেউ আসেওনি। রান্না করেছি, খেয়েছি, কাপড় কেচেছি, ঘর ঝেড়েছি, সব একা করেছি। কী লাভ হল?'

ঠিক ১৮ ঘণ্টা আগে বাংলাদেশের ইদের কেনাকাটার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছিলেন তসলিমা। লিখেছিলেন, 'বাংলাদেশ। যেখানে ইদের কেনাকাটা ও এরওর বাড়ি যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। এই খারাপ সময়ে মানুষের প্রাণ বাঁচানোর থেকেও।'

আমি চিরকালই বড় দুর্ভাগা। এই যে গত বছরের মার্চ মাস থেকে একা আছি ঘরে, একখানা ইন্ডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বেরোলাম না,... Posted by Taslima Nasrin on Sunday, May 9, 2021

গত বছর দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য তবলিঘি জামাতের সমাবেশকে কাঠগড়ায় তুলে বিতর্কে জড়িয়েছিলেন তসলিমা। ওই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন তিনি। ট্যুইট করে লিখেছিলেন, 'সন্ত্রাস ছড়ানোর পিছনে জামাতের পরোক্ষ যোগ বহু ক্ষেত্রেই থাকে। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তানও তাদের নিষিদ্ধ করেছে'।

Published by:Raima Chakraborty
First published: