সাপ এমনই একটি প্রাণী, যাকে কম বেশি সকলেই ভয় পায়। কিন্তু সেই ভয়ের প্রাণীটিকেই যদি দেখেন টয়লেটের সিটে বসে। তাও আবার একেবারে টয়লেটের ভিতর থেকে মুখ বার করে বেরিয়ে আসছে সে, তাহলে? হার্ট অ্যাটাক হতে পারে অনেকেরই। তবে একজনের হয়নি, যিনি এই মারাত্মক ভিডিওটি শেয়ার করেছেন।
ট্যুইটারে প্যাটন ম্যালোনে নামে একজন একটি ভিডিও শেয়ার করেছেন, যেটিতে দেখা যাচ্ছে, তাঁর টয়লেট সিটের মধ্যে থেকে সুড়সুড় করে বেরিয়ে আসছে একটা সাপ। আকারে হয় ছোট, কিন্তু দেখতে ভয়াবহ। কমোডের মধ্যে থেকে টেক্সাসের মতো শহরে যদি মানুষের বাড়িতে সাপ ঢুকে পড়ে তাহলে তো ভয় পাওয়ারই কথা। প্যাটন লিখেছেন, তাঁর এক বন্ধু এই ভিডিওটি করেছিলেন, নিজের বাড়িতে। সেই বন্ধুটি কিন্তু মোটেই ভয় পাননি। বরং নিজের গল্ফ স্টিক দিয়ে সাপটিকে ধীরে ধীরে সাহায্য করেছেন বাইরে বের হতে।
I always thought this was an irrational fear of mine...apparently not. Friend out in west Texas found this. pic.twitter.com/jd23gbLkGF
— Payton Malone WWL-TV (@paytonmalonewx) August 16, 2020
আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দ্রুত ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ১ মিলিয়ন ভিউ হয়েছে এটি সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, এ তো একেবারে দুঃস্বপ্নের মতো। টয়লেটে যদি বন্ধ দরজার পিছনে কমোড থেকে বেরিয়ে এসে সাপ ছোবল মারে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video