#রিয়াধ: পর্দার আড়ালে যাদের থাকার জোরদার নিয়ম ছিল এতদিন, তারাই এবার নিয়ন্ত্রকের দায়িত্বে৷ নিজের গাড়ি নিজেই চালাতে পারবেন পর্দানশিন মহিলারা৷ ইতিমধ্যেই এই রীতি শুরু হয়েছে সেদেশে৷
আরও পড়ুন ইমরানের দ্বিতীয় ‘বউ’-এর বিরুদ্ধে মানহানির মামলা আনার হুমকি প্রথম স্ত্রী-র
২৪শে জুন থেকে মহিলা নাগরিকদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে৷ শুরুতেই প্রায় ১০জন মহিলা বিদেশের ড্রাইভিং লাইসেন্সের বদলে নিয়ে নিয়েছেন সৌদির লাইসেন্স৷ মনে করা হচ্ছে প্রায় ২০০০মহিলা সামিল হবেন এই দৌড়ে৷ সৌদির যুবরাজের উদ্যোগে চালু হল এই প্রথা৷ সেদেশের মহিলাদের উন্নতির জন্য তাঁর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, যার নাম দওয়া হয়েছে ভিশন ২০৩০৷ নিজেদের দেশের ভাবমূর্তি বদলে বদ্ধপরিকার যুবরাজ মহম্মদ বিন সালাম৷ তাঁরই নির্দেশে এখন সেদেশের মহিলারা সিনেমা বা কনসার্টে অংশ নেওয়াও শুরু করেছেন৷
আরও পড়ুন ২৪ ঘণ্টা আর নয়, বেড়ে যাচ্ছে দিনের সময়
ধীরে ধীরে বদল আনা হচ্ছে নিয়ম নীতিতে৷ এখনও মহিলাদের পরাধীন জীবন নিয়ে নিন্দার মুখে পড়তে হয় সৌদি আরবকে৷ দেশের খোলনলচে পাল্টে আদৌ কি সেই ভাবমূর্তি বদলাতে পারবেন মহম্মদ বিন সালাম, তার দিকে নজর থাকবে বিশ্বের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Saudi Arabia, Woman Empowerment