Home /News /international /
ভরা শপিংমলে প্রকাশ্যে নগ্ন হলেন মহিলা, ভাইরাল ভিডিও

ভরা শপিংমলে প্রকাশ্যে নগ্ন হলেন মহিলা, ভাইরাল ভিডিও

তবে ইনস্ট্যান্ট গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানোর জন্য রয়েছে দুটো শর্ত ৷ এক, একসঙ্গে সময় কাটানোর সময় কোনওভাবেই তাদের স্পর্শ করা যাবে না এবং দুই, শপিং মলের নির্দিষ্ট করে দেওয়া এলাকার বাইরে তাদের নিয়ে যাওয়া যাবে না ৷representative image

তবে ইনস্ট্যান্ট গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানোর জন্য রয়েছে দুটো শর্ত ৷ এক, একসঙ্গে সময় কাটানোর সময় কোনওভাবেই তাদের স্পর্শ করা যাবে না এবং দুই, শপিং মলের নির্দিষ্ট করে দেওয়া এলাকার বাইরে তাদের নিয়ে যাওয়া যাবে না ৷representative image

 • Share this:

  #চিন: শহরের নামীদামি শপিং মল । ভিড়ে ঠাসা! তারমধ্যেই এক মহিলার কীর্তিতে আসপাশের মানুষের চোখ কপালে উঠল! হঠাৎ করেই প্রকাশ্যে নিজের সমস্ত জামা কাপড় খুলে ফেললেন মহিলা। মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ভিডিও।

  চিনা সংবাদমাধ্যম সাংহাইইস্ট ডট কম-এ বলা হয়েছে, প্রাক্তন স্বামীকে জবাব দিতেই এমন আজন কাণ্ড ঘটান ওই মহিলা। ওই শপিং মলে তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা হয়। তিনি মহিলাকে সবার সামনে চড় মারেন ও বলেন, ''তোমার মোবাইল, এমনকী এই মুহূর্তে যে পোশাক পরে রয়েছ, সেগুলো সব আমার কিনে দেওয়া!'

  এর পরেই মহিলা নিজের হাতে থাকা মোবাইলটি ছুড়ে ফেলে দেন। একে একে নিজের সব পোশাক, এমনকী অন্তর্বাসও খুলে ফেলেন। মহিলার এমন কাণ্ড দেখে হতবাক গোটা শপিং মল। মহিলার প্রাক্তন স্বামী বাধা দিতে এগিয়ে যান, কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি।

  ছবি: সাংহাইইস্ট ডট কম ছবি: সাংহাইইস্ট ডট কম
  First published:

  Tags: China incident, Clothes, Mall, Strip off, Woman

  পরবর্তী খবর