#নর্থ ক্যারোলিনা: মাথার আকার কিছুটা বড় ছিল তাঁর। সেই জন্য বহু বছর ধরে হীনমন্যতায় ভোগেন তিনি। প্রায় ১০ বছর ধরে তিনি নিজেকে একপ্রকার লুকিয়ে রেখেছিলেন। কোনওরকম সামাজিক মেলামেশা করতেন না। তবে এবার সেই মহিলা অস্ত্রোপচারের মাধ্যমে নিজের মাথা তিন সেন্টিমিটার ছোট করে ফেলেছেন। ভাবছেন, এমনটাও আবার হয় নাকি! হয়। পকেটে টাকা থাকলে এমন অনেক কিছুই হয়।
কেমিলা কলিমন ব্রুকস্ নামের সেই মহিলা আমেরিকার নর্থ ক্যারোলিনায় থাকেন। তাঁর কপাল ৮.৫ সেন্টিমিটার চওড়া ছিল। অস্ত্রোপচারেরর মাধ্যমে তিন সেন্টিমিটার কমিয়ে ফেলেছেন তিনি। সাধারণত মার্কিন মহিলাদের মাথার উচ্চতা ৬ সেন্টিমিটার হয়ে থাকে। ওহিওর ক্লিভল্যান্ড শহরে একটি ক্লিনিকে তিনি অস্ত্রোপচার করিয়েছেন। আর এই অস্ত্রোপচারের জন্য ভারতীয় মুদ্রায় তাঁর খরচ হয়েছে ৫ লক্ষ টাকা।
কেমিলা দুই সন্তানের মা। তিনি জানিয়েছেন, মাথার আকার কিছুটা বড় হওয়ার জন্য তিনি হীনমন্যতায় ভুগতেন। এমনকী বড় আকারের মাথার জন্য তাঁকে নিয়ে অনেকে ঠাট্টাও করতেন। আর তাই ১০ বছর ধরে তিনি কোনও সামাজিক অনুষ্ঠানে যাননি। চিকিৎসকরা জানিয়েছেন, আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর কেমিলার হেয়ারলাইন কপালের নিচের দিকে কিছুটা নামিয়ে আনতে পেরেছিলন। তার ফলে মাথা ৩ সেন্টিমিটার ছোট হয়েছে। ত্বকের কিছুটা অংশ কেটে আলাদা করা হয়েছিল। কেমিলা জানিয়েছেন, এখন নিজেকে আয়নায় দেখতে ভাল লাগছে তাঁর।