#ইংল্যান্ড: খুব সাধারণ জামাকাপড়, গায়ে হুডি... এক মহিলা খুব স্বাভাবিক ভঙ্গিতে ভেঙে চলেছেন কাচের বোতল। এক ঝটকায় দেখলে মনে হবে, বোতল ভাঙার কাজ করছেন তিনি। একটু জুম করলে বোঝা যাবে, যে বোতলগুলি তিনি ভাঙছেন, সেগুলি মদের বোতল। তিনি মনের সুখে ভেঙে চলেছেন বোতল আর কর্মচারীরা দেখছেন। এমনই একটি ভিডিও প্রকাশ্যে আসতে রীতিমতো হইচই পড়েছে নেটদুনিয়ায়। জানা গিয়েছে, এটি ইংল্যান্ডের একটি দোকানের ঘটনা। যেখানে হঠাৎই ওই মহিলা ঢুকে বোতল ভাঙতে শুরু করেন!
ডেইলি মেইলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বুধবার দুপুরে ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে ঘটনাটি ঘটে। প্রায় আধ ঘণ্টা ধরে ওই মহিলা দোকানে বোতল ভাঙেন। কিন্তু কর্মচারীরা কিছু বুঝতে না পেরে চুপ করে ছিলেন। সবাই এই কাণ্ড দেখে আতঙ্কে হতবাক হয়ে যান। পরে অবশ্য আলদি স্টোর নামে ওই দোকানের এক কর্মচারীই পুলিশকে ফোন করেন। সেই ফোন পেয়ে পরে পুলিশ এসে ওই মহিলাকে সেখান থেকে গ্রেফতার করে।
যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে, মেঝেতে কাচ ভর্তি! সবই বোতল ভাঙার! এক ফোঁটা জায়গা নেই হেঁটে যাওয়ার। আর একদম শেষের দিকে মহিলা একটা করে বোতল তুলছেন আর ভাঙছেন। যে বোতলগুলি তিনি ভেঙেছেন সবই মদের এবং তার মূল্য প্রায় কয়েকহাজার পাউন্ড।