#মস্কো: কোনও অপারেশন নয়। প্রাকৃতিক নিয়মেই তাঁর স্তনের আকার অনেকটা বড়। আর তাতেই জীবন অতিষ্ট হয়ে পড়েছে ইনস্টাগ্রাম মডেল আনস্টাসিয়া বার্থিয়ারের। তিনি বলেছেন, ‘বিশ্বাস করুন, আমি কোনও অস্ত্রোপচার করাইনি। মা প্রকৃতি আমাকে এভাবে গড়েছেন। কিশোরী বেলায় আমাকে এই নিয়ে অনেক কথা শুনতে হত। আমার যখন ১৫ বছর বয়স, তখন স্তনের আকার অনেকটাই বেড়ে গিয়েছে। আমি তখন থেকেই নিজের শরীর নিয়ে নিজেকে বুঝিয়ে ফেলতে শুরু করেছিলাম। নিজের আর কোনও অসুবিধা হত না। পৃথিবীতে তো এমন মেয়ের সংখ্যা খুব বেশি না, যাঁদের এমন স্তনের আকার। আমার অন্তর্বাস কিনতেও ভীষণ অসুবিধা হয়, কোথাও পাওয়া যায় না। সবসময় অর্ডার দিয়ে আনাতে হয়। জামাকপড় কেনাও খুব মুশকিল। আমাকে এমনি জামা কিনে সেটা আবার দর্জিকে দিয়ে ঠিক করাতে হয়। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বুকে ভারে আমার ব্যথা করে। কিন্তু রোজকার কাজ করতে আমার তেমন অসুবিধা হয় না।
কিন্তু এই শরীরের জন্যই অনলাইনে অনেক খারাপ কথা শুনতে হয় আমাকে। আমার বন্ধু, বান্ধবীদেরও ওরা বিরক্ত করে। আমার সঙ্গে যে ফটোগ্রাফার কাজ করে, তাকেও ঝামেলার মধ্যে পড়তে হয়েছে এই কারণে। মাঝে মাঝে ভক্তরা ভয় দেখায়, আমি উত্তর না দিলে আত্মহত্যা করবে। আমাকে নিয়ে অববসেড লোকজনকে আমি সামলাতে পারি না। শরীরটা যেন একটা অতিরিক্ত দায় আমার কাছে, জানিয়েছেন তিনি।’