#ডেট্রয়েট: উত্তর নেই। শুধু খোলা বাতাসে ঘুরছে প্রশ্ন। সত্যিই কি মারা গিয়েছিলেন তিনি। নাকি হাসপাতালের ভুলের খেসারত দিতে হল ২০ বছরের এই তরুণীকে! মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে তুলকালাম চলছে এই জল্পনা নিয়ে।
ঘটনার সূত্রপাত রবিবার। ডেট্রয়েট নিবাসী এক তরুণী হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অকল্যান্ড কান্ট্রি মেডিক্যাল অফিসাররা এক তরুণীকে মৃত বলে ঘোষণা করে। তাঁকে এইচ কোলে নামক শেষকৃত্যের একটি স্থানে নিয়ে আসা হয়। সমাধিস্ত করা হবে, এই সময়েই ঘটে আসল ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত মেডিক্যাল অফিসারা দেখেন ওই তরুণীর শ্বাসপ্রশ্বাস চলছে। এক মুহূর্তও সময় নষ্ট না করে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসা হয়। ৩০ মিনিটের সময় ধরে তাঁকে জীবনদানের চেষ্টা করলেও চিকিৎসকরা হাল ছেড়ে দেন। দ্বিতীয়বার মেয়েটিকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু এ কথাও তাঁরা স্বীকার করে নেন, সম্ভবত তাঁকে ভুল করেই মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল।
মেয়েটির মা সংবাদমাধ্যমের সামনে ভেঙে পড়েন। ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি কমিশমনার ডেভ ফরনেল ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, "এই ঘটনা অবিশ্বাস্য!আমরা লজ্জিত"