#মেক্সিকো: সিটি ছ’তলার বারান্দায় দাঁড়িয়ে চলছিল যোগব্যায়াম৷ নানা রকমের যোগা করতে গিয়েই বিপাকে পড়লেন মহিলা৷ একেবারে বারান্দা থেকেই পড়লেন হুড়মুড়িয়ে৷ ক্ষত বিক্ষত হল তাঁর শরীর৷ মহিলার বয়স মাত্র ২৩ বছর৷ যেই সময় তিনি পড়লেন বারান্দা থেকে, তার ছবি ভাইরাল হল৷
শরীর ঝড়ঝড়ে রাখতে যোগায় মন দিয়েছেন অনেকেই৷ ২৩ বছরের অ্যালেক্সাও সেই দিকে মন দিয়েছিলেন৷ কিন্তু সেই যোগাভ্যাসের পরিণতি হল ভয়ঙ্কর৷ ঘটনা মেক্সিকোর৷ যেই সময় তিনি শরীরচর্চা করছিলেন, সেই সময় তা ভিডিও করছিলেন তার বোন৷ তাই তার উল্টে পড়ার ছবিও হল ক্যামেরাবন্দি৷
আরও পড়ুন স্বামী বড্ড ভালবাসে, অসহ্য লাগছে, ডিভোর্স চাই! বিবাহবিচ্ছেদের মামলা করলেন স্ত্রী...
ঘটনার পরপরই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ শরীরের ১১০টি হার ভেঙেছে তার৷ ১১ ঘণ্টার অস্ত্রোপচার চলেছে তার৷ চিকিৎসকদের মত অনুযায়ী বছর তিনেক তিনি হাঁটতে পারবেন না৷ এতটাই গভীর তার ক্ষত৷
LLEVA AL EXTREMO PRÁCTICA DEL YOGA Al practicar un tipo de yoga al extremo, una joven de San Pedro cayó desde el balcón de su depa a 25 metros de altura. Alexa Terrazas tiene 110 huesos rotos. Le tienen que reconstruir tobillos, rodillas, cara etc. y no caminará en 3 años. pic.twitter.com/0ftoHPcMCa
— JavoRayado (@javierehdz) August 27, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: International News, Yoga