#ইতালি: ইতালিতে করোনার জন্য ভয়াবহ পরিস্থিতি। রোজ বেড়ে চলেছে মৃত্যু মিছিল। মানুষ নিজেকে ও তাঁর পরিবারকে বাঁচাতে নিজের ইচ্ছেয় গৃহবন্দি। তবে এই র্দীর্ঘ লকডাউন কাটানো খুব মুশকিলের। বিশেষ করে বাচ্চাদের জন্য। তবে সকলকে চমকে দিলেন ইতালির এই দুই ধন্যি মেয়ে।
দুজনেই টেনিস খেলতে খুব ভালবাসেন। পাশাপাশি বাড়িতে থাকেন তাঁরা। কিন্তু লকডাউনে সকলকে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব। কেউ কারও সঙ্গে দেখা করতেও পারছেন না। এই অবস্থায় নতুন বুদ্ধি বার করলো এই দুই কন্যা। তাঁরা তাঁদের ছাদে উঠে পড়লো। যে যার বাড়ির ছাদে উঠে এক ছাদ থেকে আর এক ছাদে টেনিস বল ছুঁড়ে খেলা শুরু করলেন। তেড়ে খেললেন টেনিস। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
Two young girls in Italy play tennis across their rooftops https://t.co/o0paauxGFZ pic.twitter.com/YGNiviMit5
— Reuters (@Reuters) April 21, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Italy, Tennis, Viral Video