Home /News /international /

রোবট সেক্স ব্রথেলে তালা ঝুলিয়ে দিল সরকারি আধিকারিকরা ! কারণ বেশ চমকে দেওয়ার মতো

রোবট সেক্স ব্রথেলে তালা ঝুলিয়ে দিল সরকারি আধিকারিকরা ! কারণ বেশ চমকে দেওয়ার মতো

Photo- Collected

Photo- Collected

কত আশায় সকলে ছিলেন অপেক্ষায়, ঢেলে দেওয়া হল জল !

 • Share this:

  #টেক্সাস: সারা বিশ্ব জুড়েই এখন চাহিদা তুঙ্গে রোবট সেক্স ডলের ৷ আর সেই নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন নানা কল্পনা ৷ খোদ মার্কিন মুলুকে এখন বিভিন্ন শহরে এই সেক্স ব্রথেল খোলা হচ্ছে ৷

  টেক্সাসে এমনই ব্রথেল খোলার বিষয় পুরো তৈরি হয়ে গিয়েছিল ৷ উন্নতমানের সেক্স ডল নিয়ে হাজির হচ্ছিলেন ব্রথেল মালিকরা ৷ শুধু দেখতে শুনতে দারুণ তাই নয় ৷ এদের আবার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সও রয়েছে ৷

  এই সেক্স ডলগুলির এক একটি র মূল্য আড়াই হাজার ডলার ৷ যারা এই যৌনালয় খোলার সব ব্যবস্থা সেরে ফেলেছিল তাদের নাম কিঙ্কি এস ডলস ৷ কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিল স্থানীয় সরকারি আধিকারিকরা ৷

  Photo- Collected Photo- Collected

  প্রাথমিকভাবে যে বাড়িতে এই ব্রথেল খোলার বিষয়টি হয়েছিল তার নক্সায় নাকি ফাঁক পেয়েছেন সরকারি আধিকারিকরা ৷ তাই অক্টোবর থেকে যে যৌনালয় খোলা হবে বলে আশায় বসেছিলেন আধিকারিকরা তাদের আশায় জল ৷

  যদিও কিঙ্কি ডলস এখনই হার হয়েছে মানতে নারাজ ৷ তাঁরা বলছেন তাঁরা ব্যবসার স্বার্থে কোনও বিজ্ঞাপন দেননি ৷ এমনিই মানুষ আসত ৷

  এদিকে ভিতরের খবর বাড়ির নক্সায় গলত বলে যেটা বারণ হয়েছে তার পিছনে কারণ গভীর ৷ ইতিমধ্যেই ৮০০০ মানুষের সই সম্বলিত একটি পিটিশন সরকারি দফতরে জমা পড়েছে ৷ যাতে দাবি হিসেবে সরাসরি লেখা আছে কোনওভাবেই এই ব্রথেল খুলতে দেওয়া যাবে না ৷

  First published:

  Tags: Police, Robot, Sex, Sex Robot, রোবট, সেক্স

  পরবর্তী খবর