হোম /খবর /বিদেশ /
চিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ঝড়ের প্রভাব পড়তে পারে টোকিও অলিম্পিকেও

চিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ঝড়ের প্রভাব পড়তে পারে টোকিও অলিম্পিকেও

Photo Courtesy: Windy.com

Photo Courtesy: Windy.com

Tropical Storm Nepartak may affect the Tokyo Olympics: ইন-ফা-র পাশাপাশি ‘নেপার্টাক’ ঘূর্ণিঝড়ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে এখন শক্তি সঞ্চয় করছে ৷ এর প্রভাব পড়তে পারে জাপানের মূল ভূখণ্ডে ৷

  • Last Updated :
  • Share this:
বেজিং: গত কয়েক দিনের প্রবল বর্ষণের পর এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা চিনে ৷ পূর্ব চিনে রবিবারই আছড়ে পড়তে চলেছে ‘ইন-ফা’ নামের শক্তিশালী ঘূর্ণিঝড়টি ৷ ইন-ফা-র পাশাপাশি ‘নেপার্টাক’ ঘূর্ণিঝড়ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে এখন শক্তি সঞ্চয় করছে ৷ এর প্রভাব পড়তে পারে জাপানের মূল ভূখণ্ডে ৷ শুক্রবার থেকেই শুরু হয়েছে টোকিও অলিম্পিক ৷ তাই এই ঘূর্ণিঝড়ের প্রভাব টোকিও এবং গেমসের আসরে কতটা পড়ে, সেটাই এখন দেখার ৷
গত চার দিন ধরেই দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে চিনে ৷ যা জেরে দেশের পূর্বাংশের অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ চিনের ঝেংঝউ-সহ মোট ২২টি শহর এখন বন্যার কবলে ৷ ইতিমধ্যেই ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ যে সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ৷ অনেক জায়গাতেই আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে ৷ বন্যার ফলে পানীয় জলের সমস্যাও এখন চরমে দেখা দিয়েছে ৷ ঝেংঝউ শহরেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৬০ বছরে এমন বৃষ্টিপাত চিনে হয়নি ৷

জাপানের দক্ষিণ-পূর্বে ৮০০ মাইল দূরে নিপার্টাক (Nepartak) ঘূর্ণিঝড়টির উৎপত্তিস্থল ৷ জাপানের মূল ভূখণ্ডে এটি আছড়ে পড়তে পারে মঙ্গলবার ৷ এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের ৷ অন্যদিকে ক্রমশ দুর্বল হচ্ছে ইন-ফা ৷ তবে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস পূর্ব চিনের একাংশে ৷
Published by:Siddhartha Sarkar
First published:

Tags: China, Tokyo Olympics 2020