#পাকিস্তান: গোটা বিশ্বে করোনা ত্রাস। পৃথিবীর অধিকাংশ জুড়র লকডাউন। লকডাউনের আওতায় পাকিস্তানও! সেদেশেও ব্যাপকভাবে প্রকোট করোনা ভাইরাস! ইতিমধ্যেই মৃত ২৭, আক্রান্ত প্রায় ২৫০০০। কিন্তু লকডাউনের মধ্যেও পাকিস্তানের নানা স্থানে খোলা রয়েছে মসজিদ, বিশেষ করে শুক্রবারে, চলছে নামাজ পাঠ, জমায়েত হচ্ছে শয়ে শয়ে মানুষের। ইসলামাবাদের এক বাসিন্দা বললেন, '' আমরা করোনা ভাইরাসে বিশ্বাস করি না, আল্লা-এ বিশ্বাস করি।' আরেক বাসিন্দা জানান, 'মানুষ আতঙ্কিত, তাই মসজিদে যাচ্ছেন আল্লার কাছে দোয়া করতে, সাহায্য চাইতে।' দেশের প্রশাসনিক কর্তারা বলছেন, যতক্ষণ না মানুষেরা স্বেচ্ছায় মসজিদ যাওয়া থেকে বিরত হবেন, তাঁদের আটকানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রসঙ্গত, মার্চ মাসের শেষ পর্যন্ত দেশের ধর্ম গুরুরা একমাত্র অসুস্থ ও বৃদ্ধদের মাসজিদে যেতে নিষেধ করেছিলেন। রিপোর্ট অনুসারে সিন্ধ সরকার ১২-৩ পর্যন্ত প্রায় কার্ফুর মত নিষেধাজ্ঞা জারি করেছে যাতে মুসলিমরা মসজিদে না যেতে পারে। বাড়িতেই নামাজ পড়ার কথা বলে ফতোয়া জারি করেছে পঞ্জাব সরকার। জানা যায়, পাকিস্তানের মসজিদ কর্তৃপক্ষের তরফেও মসজিদে না আসার কথা জানানো হয়েছে! কিন্তু পাকিস্তানের বাসিন্দারাই নাকি সেই নিষেধাজ্ঞা মানছে না! করাচির নয়া মেমন মসজি-সহ বেশ কিছু এলাকয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। করাচিতে অধিকাংশ মসজিদ সরকারের নিষেধাজ্ঞা মানলেও, কিছু মসজিদে চলছে নমাজপাঠ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakisthan mosque open