• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • আচমকা চিনের ওয়াটার পার্কে আছড়ে পড়ল ১০ ফুট উঁচু সুনামি! দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

আচমকা চিনের ওয়াটার পার্কে আছড়ে পড়ল ১০ ফুট উঁচু সুনামি! দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

হঠাৎ নেমে এল সুনামি

হঠাৎ নেমে এল সুনামি

সুনামি ৷ নামটা শুনেই ভয়ে আত্মা খাঁচা-ছাড়া জোগাড় হয় ৷ আর চোখের সামনে সুনামি দেখলে কী অবস্থা হয়, তা হয়তো যারা সুনামির সামনে পড়েন, তাঁরাই বলতে পারবেন ৷

 • Share this:

  #বেজিং: সুনামি ৷ নামটা শুনেই ভয়ে আত্মা খাঁচা-ছাড়া জোগাড় হয় ৷ আর চোখের সামনে সুনামি দেখলে কী অবস্থা হয়, তা হয়তো যারা সুনামির সামনে পড়েন, তাঁরাই বলতে পারবেন ৷ সমুদ্রে সুনামির কথা তো সকলেই জানেন ৷ কিন্তু বিনোদন পার্কের ওয়াটার পার্কে সুনামির কথা কেউ কস্মিনকালে শুনেছেন কিনা জানা নেই ৷ তবে এমনটাই ঘটেছে চিনের একটি বিনোদন পার্কে ৷ আর এর জেরে ডজনখানের মানুষ ভয়ঙ্করভাবে আহত হয়েছেন ৷

  গত সোমবার উত্তরপূর্ব চিনের জিলিন প্রদেশে এমনই ঘটনা ঘটেছে ৷ উত্তর কোরিয়া লাগোয়া জিলিন প্রদেশের ইয়ানবিয়ান প্রিফেকচারে (প্রশাসনিক বিভাগ) ইউলং শুইয়ান ওয়াটার প্যারাডাইস পার্ক-এ এই অদ্ভুত ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম । পার্কটির একটি 'ওয়েভ পুল'-এ তখন অতিথিরা বিশ্রাম করছিলেন যখন আচমকা তৈরী জয় একটি ১০-ফুট উঁচু ঢেউ। হঠাত্‍ অমন দৈত্যকায় ঢেউ তাঁদের দিকে ছুটে আসাতে হতভম্ব হয়ে পড়েন পার্কের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই ঢেউটি তাঁদের উপরে আছড়ে পড়ে। টিউবে করে জলে ভাসমান অনেক মানুষ সেই উঁচু ঢেউয়ের ধাক্কায় এদিক ওদিক ছিটকে পড়েন। বাইরে যাঁরা ছিলেন, তাঁরাও প্রাণভয়ে চিত্‍কার করতে করতে দৌড়োতে থাকেন। এই পুরো ঘটনাটিকে ভিডিওবন্দি করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

  যান্ত্রিক গোলযোগে এমন ঘটেছে, জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ ৷ পরে বিনোদন পার্কটির কর্তৃপক্ষরা জানান যে যান্ত্রিক গোলযোগের জন্যে এই কাণ্ড ঘটেছে। তাঁরা বলেন ১০জন মতো লোক আহত হয়েছে এবং সুইমিং পুলটি ফের পরের দিন খোলা হবে বলে প্রতিশ্রুতিও দেন। যদিও স্থানীয় আধিকারিকদের মতে, আহতের সংখ্যা কম করে ৪৪। তাঁরা অনির্ধিষ্টকালের জন্যে পার্কটিকে বন্ধও করে দেন।

  First published: