হোম /খবর /বিদেশ /
মেয়ে গান ধরতেই ঘরের ছাদ ভেঙে পড়ে গেলেন মা, দেখুন সেই ভাইরাল ভিডিও

মেয়ে গান ধরতেই ঘরের ছাদ ভেঙে পড়ে গেলেন মা, দেখুন সেই ভাইরাল ভিডিও

ভয়ঙ্কর এই ঘটনার ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তরুণী নিজে ৷ ভিডিওটি ইতিমধ্যেই ৫ মিলিয়ন মানুষ দেখে ফেলেছে।

  • Last Updated :
  • Share this:
মনের খুশিতে পিয়ানো বাজিয়ে সবে গান ধরেছিল মেয়ে, আচমকা ঘরের ছাদ ভেঙে পড়ে গেলেন মেয়েটির মা ৷ অবিশ্বাস্য এই ঘটনা গোটাটিই ধরা পড়েছে ক্যামেরা ৷ টিকটকে সেই ভিডিওটি পোস্ট করেছেন লিজ সান মিলান ৷জানা গিয়েছে, সান মিলান নামের ওই তরুণী মিউজিক অডিশনের জন্য ভিডিও রেকর্ড করছিলেন ৷ ক্যামেরা সেট আপ করে পিয়ানো বাজিয়ে 'হিথার্স: দ্য মিউজিকাল' থেকে ‘কিন্ডারগার্টেন বয়ফ্রেন্ড’ গানটি রেকর্ড করা শুরু করেছিলেন ৷ সেই সময়ে আচমকা তীব্র জোরে একটি আওয়াজ আসে ৷ ভিডিওয় দেখা গিয়েছে হঠাৎ সিলিং ভেঙে এক বিশাল বড় গর্ত সৃষ্টি হয়েছে তার মধ্যে দিয়ে এক মহিলার পা ঝুলছে ৷ ভয়ঙ্কর এই ঘটনার ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তরুণী নিজে ৷ ভিডিওটি ইতিমধ্যেই ৫ মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। ১.৫ মিলিয়নের বেশি মানুষ এটি লাইক করেছেন।ভিডিওটি পোস্ট করে তরুণী জানিয়েছেন, গানটি রেকর্ডিংয়ে সময় মা আমার ঘরের ঠিক উপরেই অ্যাটিকে ছিলেন ৷ কাঠের বিমের উপর হাঁটার জন্য বেশ শব্দ হচ্ছিল ৷ ভিডিওটি দেখার সময় খেয়াল করলে দেখতে পাবেন এত আওয়াজে আমার মুখে বিরক্তি ফুটে উঠেছে ৷ স্যুইকেস খুঁজতে গিয়ে কাঠের তৈরি অংশটির উপর দিয়ে বারবার করে হাঁটাচলা করছিলেন ৷ আচমকা মারাত্মক জোরে ভেঙে পড়ার আওয়াজ শুনে তাকিয়ে দেখি ঘরের সিলিংয়ের একটা অংশ ধসে গিয়েছে, আর তার মধ্যে দিয়ে ঝুলছেন আমার মা ৷ভাইরাল সেই ভিডিও দেখে নিন আপনিও
View this post on Instagram

OMG

A post shared by BLACK LIVES MATTER (@klownary) on

সান মিলান জানিয়েছে, তাঁর মা ঠিক আছেন কোনও মারাত্মক চোট বা আঘাত পাননি ৷ তবে আচমকা এমন ঘটনায় শক পেয়েছেন তিনি ৷ তবে এখনও তার ঘরের সিলিংটি মেরামতি করা সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেছেন তরুণী  ৷
Published by:Elina Datta
First published:

Tags: Viral Video