মনের খুশিতে পিয়ানো বাজিয়ে সবে গান ধরেছিল মেয়ে, আচমকা ঘরের ছাদ ভেঙে পড়ে গেলেন মেয়েটির মা ৷ অবিশ্বাস্য এই ঘটনা গোটাটিই ধরা পড়েছে ক্যামেরা ৷ টিকটকে সেই ভিডিওটি পোস্ট করেছেন লিজ সান মিলান ৷জানা গিয়েছে, সান মিলান নামের ওই তরুণী মিউজিক অডিশনের জন্য ভিডিও রেকর্ড করছিলেন ৷ ক্যামেরা সেট আপ করে পিয়ানো বাজিয়ে 'হিথার্স: দ্য মিউজিকাল' থেকে ‘কিন্ডারগার্টেন বয়ফ্রেন্ড’ গানটি রেকর্ড করা শুরু করেছিলেন ৷ সেই সময়ে আচমকা তীব্র জোরে একটি আওয়াজ আসে ৷ ভিডিওয় দেখা গিয়েছে হঠাৎ সিলিং ভেঙে এক বিশাল বড় গর্ত সৃষ্টি হয়েছে তার মধ্যে দিয়ে এক মহিলার পা ঝুলছে ৷ ভয়ঙ্কর এই ঘটনার ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তরুণী নিজে ৷ ভিডিওটি ইতিমধ্যেই ৫ মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। ১.৫ মিলিয়নের বেশি মানুষ এটি লাইক করেছেন।ভিডিওটি পোস্ট করে তরুণী জানিয়েছেন, গানটি রেকর্ডিংয়ে সময় মা আমার ঘরের ঠিক উপরেই অ্যাটিকে ছিলেন ৷ কাঠের বিমের উপর হাঁটার জন্য বেশ শব্দ হচ্ছিল ৷ ভিডিওটি দেখার সময় খেয়াল করলে দেখতে পাবেন এত আওয়াজে আমার মুখে বিরক্তি ফুটে উঠেছে ৷ স্যুইকেস খুঁজতে গিয়ে কাঠের তৈরি অংশটির উপর দিয়ে বারবার করে হাঁটাচলা করছিলেন ৷ আচমকা মারাত্মক জোরে ভেঙে পড়ার আওয়াজ শুনে তাকিয়ে দেখি ঘরের সিলিংয়ের একটা অংশ ধসে গিয়েছে, আর তার মধ্যে দিয়ে ঝুলছেন আমার মা ৷ভাইরাল সেই ভিডিও দেখে নিন আপনিও
সান মিলান জানিয়েছে, তাঁর মা ঠিক আছেন কোনও মারাত্মক চোট বা আঘাত পাননি ৷ তবে আচমকা এমন ঘটনায় শক পেয়েছেন তিনি ৷ তবে এখনও তার ঘরের সিলিংটি মেরামতি করা সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেছেন তরুণী ৷
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।