#হুয়ান: স্পাইডারম্যানের জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন , সারা বিশ্বের বিভিন্ন বয়সী লোকেরা তাঁর ফ্যান , তবে স্পাইডারম্যান নয়, অন্য এক স্পাইডার এখন ইন্টারনেটে ভাইরাল ৷ তাকে ভয় পেয়ে যাচ্ছেন সকলেই ৷
চিনে এক বিশেষ প্রজাতির মাকাড়সা পাওয়া গেছে যার গায়ের কিছু আঁচড় দেখলে মনে হচ্ছে অবকিল একটা মানুষের মুখ রয়েছে তার ৷ দুটি চোখ একটা মুখ পুরো যেরকম একজন মানুষের থাকে ৷ এই অদ্ভুতদর্শন জীবটি সোশ্যাল মিডিয়ায় সেনসেশন তৈরি করেছে ৷
হুয়ান প্রদেশের এই মাকড়সা নিয়ে আলোচনা করা হচ্ছে বলা হচ্ছে বলা হচ্ছে এটাই কী সত্যি স্পাইডারম্যান , তাহলে কী তাঁকে খুঁজে পাওয়া গেল ৷ সোশ্যাল মিডিয়ায় এও প্রশ্ন তোলা হচ্ছে কেউ কী জানে এই প্রজাতির মাকড়সার নাম ৷
Happy to solve the mystery here. This looks like the harmless thomisid, Ebrechtella tricuspidata. Pic from Yaginuma, 1986. @DrRichJP is lways happy to help with spider facts#LoveSpiders #EverySpiderMatters #CoolCrabSpider pic.twitter.com/a9rh5dyZsM
— Richard J. Pearce (@DrRichJP) July 18, 2019
pic.twitter.com/jfbgP5ojk7 — Jonn Mc (@Jonn__Mc) July 17, 2019
It's like something sneaked out of area 51 https://t.co/ar7korijas
— Umar Salim (@pharuq_salim) July 16, 2019
Has spiderman been found? This spider with a humanlike face on its back was found at a home in C China's Hunan and has gone viral on Chinese social media. Do you know its species? pic.twitter.com/0iU6qaEheS — People's Daily, China (@PDChina) July 16, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Spider, Viral Video, ভাইরাল ভিডিও, মাকড়সা