#নয়াদিল্লি: ভাইরাল ভিডিও-র দুনিয়ায় একাধিক জিনিস দেখা যায়, যা দেখে মানুষ খুশি হন, আবার কখনও কখনও কিছু ভিজিও দেকে শিউড়ে উঠতে হয় ৷ এখন একটি প্লেনের ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে প্লেনে যারা যাতায়াত করেন তারা ভয় পেতে বাধ্য ৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
ফ্লাইটের মধ্যে এক ভদ্রমহিলা যেভাবে হেনস্তা হয়েছেন তা দেখে এক যাতায়াত করে যে মহিলারা তারা আতঙ্কিত হয়ে যাবেন ৷ এর আগেও প্লেনের মধ্যে একাধিক বয় পাওয়ানো ঘটনা সামনে এসেছে ৷ কখনও যাত্রী বিমানসেবিকাকে মারধর করেছেন , কখনও যৌন হেনস্তা করেছেন ৷ এবারের ভিডিওতে দেখা যাচ্ছে দুটি পরপর সিট ৷ সামনের সিটে এক ভদ্রমহিলা বসে রয়েছেন আর ঠিক তার পিছনের সিটে বসে আছেন এক যবুক ৷হঠাৎই যুবকটি সামনের মহিলার সিটে ঘুঁসি মারতে শুরু করেন ৷ ভদ্রমহিলা হালকা ঘাড় ঘুরিয়ে দেখলে যুবকটি ঘুঁসি মারা থামাল , কিন্তু সে আর কতক্ষণের একটু পরেই পের শুরু সেই অত্যাচার ৷ আর ঘুঁসিটিও এমনভাবে মারছে যে গোটা সিটটা কেঁপে উঠছে ৷ আর ভদ্রমহিলার মুখে ভয়ের ভাব স্পষ্ট ৷
আরও পড়ুন - ওপেনিং স্লটে পৃথ্বীর সঙ্গে লড়াই, কখনও সুহানা-কখনও সারা, ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি শুভমান
দেখুন সেই ভয়ানক ভিডিওটি , কীভাবে অবলীলায় একজন ভদ্রমহিলার ওপর অত্যাচার চালানো যায় মানসিকভাবে ৷A little concerned that @AmericanAir didn’t feel this was a problem.
Not sure about the rest of you, but I would surely consider someone continually tapping on the back of my seat to be a nuisance. https://t.co/DmRKUpA36O pic.twitter.com/Xts7hfQAcw — Amica Ali(@AmicaAli) February 8, 2020
মার্কিন এয়ারলাইন্সে এই ঘটনার ভিডিও এখন ট্যুটারে ভাইরাল ৷ ১্যমিনিট ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে বারবার দেখে যাচ্ছে ভদ্রমহিলাকে কীভাবে উত্যক্ত করছে পিছনের সিটে বসে থাকা যাত্রীটি ৷ যে হ্যান্ডেল থেকে ভিডিওটি আপলোড হয়েছে তিনি নিজের ট্যাগলাইনে লিখিছেন , ‘ A little concerned that @AmericanAir didn’t feel this was a problem. Not sure about the rest of you, but I would surely consider someone continually tapping on the back of my seat to be a nuisance.’ - আমেরিকান এয়ালাইনের মনে হয় না এতে কোনও অসুবিধা আছে ৷ আর বাকিদেরও আছে কিনা জানা নেই ৷ কিন্তু আমি যদি দেখতাম আমার সিটের পিছনে এরকম কেউ করছে তাহলে আমার খুব অসুবিধা হত ৷ এই ভিডিও পোস্ট হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় রিঅ্যাকশনের ভিড় ৷
After much consideration, and exhausting every opportunity for #AmericanAirlines to do the right thing, I’ve decided to share my assault, from the passenger behind me, and the further threats, from an American Airline flight attendant. She offered him a complimentary cocktail!
— wendi (@steelersfanOG) February 8, 2020
Reclining a seat when someone asks you is a little rude. Jiggling the seat of the person in front of you is the kind of inability to cope with an imperfect world that ASTOUNDS ME.
— Hank Green is Headed to VidCon London! (@hankgreen) February 13, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video, ভাইরাল ভিডিও