#Viral: বয়স্ক মহিলা ডাকাতের হাতে তুলে দিতে গেলেন টাকা, তারপর যা যা হল, দেখুন

#Viral: বয়স্ক মহিলা ডাকাতের হাতে তুলে দিতে গেলেন টাকা, তারপর যা যা হল, দেখুন
Photo- Video Grab

হাতে আগ্নেয়াস্ত্র, চলছে লুঠতরাজ

  • Share this:

#নয়াদিল্লি:  দোকানে ডাকাতি ৷ ভিডিও রেকর্ড হল সিসিটিভিতে ৷ তবে ভিডিওতে যা দেখা গেল তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ ডাকাত এসে দোকানে লুঠতরাজ চালাচ্ছে ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্র, মাথায় হেলমেট ৷ সার্ভিউলেন্স ক্যামেরায় ডাকাতির ভিডিওটি ব্রাজিলের ৷

মঙ্গলবার উত্তরপূর্ব ব্রাজিলের আমারান্তে-র ঘটনা ৷ একটি ওষুধের দোকানে ঢোকে  ডাকাতদল ৷ দোকানের মালিক জানিয়েছেন ডাকাতরা দোকানে ঢুকেই ঘোষণা করে দেন তারা এসেছেন ডাকাতি করতে ৷ সে সময় দোকানে তাঁর এক কর্মচারী ছিল আর ছিল একজন বয়স্কা ভদ্রমহিলা ক্রেতা ৷

বয়স্কা ভদ্রমহিলাও ওই ডাকাতদের নিজের কাছে থাকা টাকা তুলে দিতে চান ৷ কিন্তু সেখানেই চমক ৷ সবাইকে অবাক করে দিয়ে ডাকাতরা তাঁকে টাকা ফিরিয়ে দেন এবং তাঁর কপালে চুমু খান ৷ তারপরেই ডাকাতদলের এই ভিডিওর ভিউ বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ আরও দেখুন
First published: October 18, 2019, 9:01 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर