corona virus btn
corona virus btn
Loading

প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রীতা’ আতঙ্কে প্রহর গুনছে মানুষ, দেখে নিন ভিডিও

প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রীতা’  আতঙ্কে প্রহর গুনছে মানুষ, দেখে নিন ভিডিও
Photo- MetService New Zealand/ Facebook Account

এর আগে দাপট দেখিয়েছিল সাইক্লোন গীতা এবার আসছে রীতা

  • Share this:

#অকল্যান্ড : ঘূর্ণিঝড় বা সাইক্লোন শব্দগুলি আতঙ্কের সঞ্চার করে মানুষের মনে ৷ যে যেখানের বাসিন্দাই হোন ,যতই নিরাপদ তাঁদের বাসস্থান হোক, এই সাইক্লোন বা টর্নেডোরা টনক নড়িয়ে দেয় না এমনটা প্রায় খুঁজে পাওয়া যায় না বললেই চলে ৷দিন কয়েক আগে ওড়িশার ওপর দিয়ে বয়ে গেছে ফণী, তারপর বাংলার ওপর বয়ে গিয়ে তছনছ করে দিয়েছে বুলবুল ৷ ক্ষত এখনও টাটকা ৷ ফলে ঝড়ের স্মৃতি কখনই ফিরে আসুক চান না কেউই ৷

আর সমুদ্র তীরবর্তী অঞ্চলেই সাইক্লোনিক স্টর্মের তীব্রতা বেশি পাওয়া যায় ৷ ফলে উপকূলবর্তী এলাকার মানুষের মধ্যে নতুন একটা ঝড় আসা মানেই আবার বড় একটা ক্ষয়ক্ষতির সম্ভবনা ৷ কিছুদিন আগেই সাইক্লোন ‘গীতা ’ এসেছিল আবার উপকূলে ফুঁসছে সাইক্লোন ‘রীতা’ ৷ প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে নিজের শক্তি বাড়াচ্ছে এই সাইক্লোন রীতা ৷ নিউজিল্যান্ডের আবহাওয়া দফতর অত্যন্ত মন দিয়ে এই সাইক্লোনের গতিবিধির ওপর নজর রাখছে ৷ নিজেদের সোশ্যাল মিডিয়া পেজেও এই সাইক্লোনিক স্টর্মের আই অর্থাৎ যে জায়গায় মূল সেই ছবিটা দেখা যাচ্ছে ৷

নিউজিল্যান্ডের এত কাছে ঝড়টি তৈরি হলেও যেহেতু তাদের দেশের ঠিক পাশেই উচ্চচাপ বলয় আছে তাই তারা আশা করছেন সাইক্লোনটি মারাত্মক হলেও তাদের দেশের খুব বেশি ক্ষতি হতে পারবেন না ৷ এই উচ্চচাপ বলয়ের জন্য ভানুয়াতুতে ঘুরে যাবে ঝড়ের মুখ আর সেখানেই হবে প্রবল বৃষ্টি ৷

আরও পড়ুন - ‘বাতাসে গুনগুন’- ফের পুরোন প্রেমিকার কাছেই কি ফিরে এলেন হার্দিক পান্ডিয়া, জল্পনা তুঙ্গে

'রীতা' এব্যাপারে সতর্কতা জারি করেছে ফিজির আবহাওয়া সংস্থা। এখন এই সাইক্লোন ক্যাটাগরি টু-তে রয়েছে ,তবে খুব শিগগিরই এই ঘূর্ণিঝড় ক্যাটেগরি ওয়ান ট্রপিক্যাল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। 'রীতা' এইবছরের (২০১৯-২০) প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে। প্রত্যেক বছরেই ক্ষতিগ্রস্ত নিউজিল্যান্ড এই সময়েই ভানুয়াতুর অনেকটা অংশে ভারী বৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যাবে। নিউজিল্যান্ড-সহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সময়টা ঘূর্ণিঝড়ের সময়।

আরও দেখুন

Published by: Debalina Datta
First published: November 26, 2019, 12:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर