#নয়াদিল্লি: পেরিয়েছে বেশ কয়েক মাস। দীর্ঘ সময় পেরিয়ে দুই বন্ধুর ফের সাক্ষাৎ। তবে একে অন্যকে চিনতে ভুল করেনি। তাই তো নাকে নাক ঘষে একে অন্যকে আদর করে চলেছে তারা। গল্পটি এক গরু ও পাবলো নামের এক গোল্ডেন রিট্রিভার প্রজাতির ছোট্ট কুকুরের। ইতিমধ্যে ব্যাপক মাত্রায় ভাইরাল হয়েছে দুই পশুর আদরের এই ভিডিওটি। ঘটনাটি ফার্মানাঘের (Fermanagh) ম্যাগারেসব্রিজ (Maguiresbridge) গ্রামের।
১৪ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করা হয়েছে @blainaidmay অ্যাকাউন্ট থেকে। ডেইলি মেল-এ দেওয়া এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, প্রতি দিন রাস্তা দিয়ে পার হত গরুটি। আর সেখানেই দোকানে যাওয়ার পথে প্রায়শই দেখা হত এই গোল্ডেন রিট্রিভারের সঙ্গে। মাস ছয়েক আগে দু'বছরের পাবলোর সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল গরুটির। সেই সময়ে কুকুরটি আরও ছোট ছিল। দেওয়াল টপকে গরুদের দেখার চেষ্টা করত সে। পাবলোর সঙ্গে যখন প্রথম দেখা হয়, গরুটি তখন বাছুর অবস্থায় ছিল। প্রতি দিনই দেওয়াল পেরিয়ে দেখা হত দু'জনের। আর ধীরে ধীরে দু'জনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়।
মাঝে অনেকটা সময় পেরিয়েছে। এই দীর্ঘ বিচ্ছেদের পর আলাপটা যেন আরও মধুর হয়ে উঠেছে। সেই জন্যই বোধ হয় নাকে নাক ঘষে একে অন্যকে আদর করতে ব্যস্ত তারা। ভিডিওটির ক্যাপশনেও একই কথা লেখা রয়েছে। জানা গিয়েছে ছয় মাস পর প্রথমবারের জন্য দেখা হল দু'জনের। কিন্তু একে অন্যকে চিনতে বিন্দুমাত্র ভুল করেনি তারা। ভিডিওটিকে মজার করে তুলেছে আর্চি (Archie) নামের আরও একটি কুকুর। দেওয়াল টপকে এই বন্ধুত্বকে উঁকি মেরে দেখতে চাইছে সে।