হোম /খবর /বিদেশ /
যেতে ভয় পান পর্যটকরা, বলা হয় পৃথিবীর সবথেকে খারাপ জায়গা... রয়েছে অদ্ভুত গল্প

যেতে ভয় পান পর্যটকেরা, বলা হয় পৃথিবীর সবথেকে খারাপ জায়গা... রয়েছে এক অদ্ভুত গল্প

যেতে ভয় পান পর্যটকেরা

যেতে ভয় পান পর্যটকেরা

জায়গাটা ব্রিটেনের একটি সমুদ্র সৈকত৷

  • Share this:

পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলির নামও আমরা শুনিনি৷ কোনও জায়গা অত্যধিক গরম৷ কোথাও আবার হাড় কাঁপানো ঠান্ডা৷ তবে এমন একটি জায়গা আছে যেখানে যায় না কোনও পর্যটক৷ নাম শুনলেই চমকে ওঠেন মানুষ৷ জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে বিশ্বের সবথেকে খারাপ জায়গা হিসাবে৷

নিশ্চয়ই আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে? না জানি কত না রহস্য লুকিয়ে আছে সেখানে৷ না, ভয় রহস্য কিছুই না৷ এই নামকরণের পিছনে রয়েছে এক অদ্ভুত কারণ৷

আরও পড়ুন: চায়ের দোকান থেকে হিড়হিড় করে তুলল গাড়িতে, অপরহণ CPIM নেতার! তোলপাড় বাংলা

আরও পড়ুন: নবান্নে ঢুকেই আমচকা এ কোথায় গেলেন মমতা! চরম ক্ষুব্ধ, ফাঁকা চেয়ারেও উষ্মা

আগে বলা যাক জায়গাটা কোথায়৷ পৃথিবীর সবথেকে খারাপ জায়গা যাকে বলা হয়, তা অবস্থিত ব্রিটেনে৷ স্থানটির নাম Southend Jubilee Beach৷ এই স্থানকেই আখ্যা দেওয়া হয়েছে পৃথিবীর নিকৃষ্টতম স্থান৷

এই স্থানটি এতটাই অপরিচ্ছন্ন এবং আবর্জনায় পূর্ণ যে এখানকার জল গায়ে লাগাতেও বারণ করা হয়৷ পর্যটকেরা আকর্ষণের নিরিখে একে ৬৮ নম্বর স্থানে রেখেছেন৷

Published by:Rachana Majumder
First published:

Tags: Viral