• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ঝোড়ো হাওয়ায় উড়ছে ছাতা, সঙ্গে হ্যান্ডেল ধরে উড়ন্ত ব্যক্তি... দেখুন ভাইরাল ভিডিও

ঝোড়ো হাওয়ায় উড়ছে ছাতা, সঙ্গে হ্যান্ডেল ধরে উড়ন্ত ব্যক্তি... দেখুন ভাইরাল ভিডিও

representative image

representative image

 • Share this:

  #তুরস্ক: ঝড় উঠেছে, প্রবল বেগে বইছে ঝোড়ো হাওয়া। উথালপাতাল চারপাশ! দোকান, বাড়ির চাতাল...হাওয়ার দাপট এড়াতে যে যেখানে পারছেন আশ্রয় নিচ্ছেন। রাস্তার একপাশে ছিল স্ট্যান্ডে লাগানো একটা বড় ছাতা, সাধারণত যেমনটা সমুদ্রসৈকতে থাকে! রোদ থেকে বাঁচতেই পথচারীরা তা ব্যবহার করেন। ঝড়ের সময় নিজেকে বাঁচাতে এক ব্যক্তি সেই ছাতার স্ট্যান্ড ধরে দাঁড়ালেন। আর তারপর যা হল...

  হাওয়ার প্রাবল্যে উড়ে গেল ছাতা, সঙ্গে উড়ন্ত সেই ব্যক্তিও! কোনও এক রসিক সেই ভিডিও শুট করেছিলেন। সম্প্রতি তা ভাইরাল নেট দুনিয়ায়--

  দেখুন সেই ভিডিও--

   ঘটনাটি ঘটেছে তুরস্কের ওসমানিয়া প্রদেশে। ঝোড়ে হাওয়ার জেরে ছাতা সমেত উড়ে যাওয়া ব্যক্তির নাম সাদিক কোকাদাল্লি। ছাতাসমেত উড়ে যাওয়ার পর মাটিতে পড়ে যান সাদিক, তাতে অল্পবিস্তর আহতও হয়েছেন । সে দেশের এক সংবাদ সংস্থাকে সাদিক বলেছেন, ‘‘ছাতা ধরে দাঁড়িয়ে থাকার পর আমি বুঝলাম আমি উড়ছি। আমি প্রায় ৩/৪ মিটার উপরে উঠে গিয়েছিলাম। তবে সুস্থ রয়েছি।’’

  First published: