হোম /খবর /বিদেশ /
প্রেমিকার বোনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম! প্রেগন্যান্ট দুই বোন, পরে যা হল

Viral: প্রেমিকার বোনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম! প্রেগন্যান্ট দুই বোন, পরে যা হল

প্রেমিকার বোনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম। প্রতীকী ছবি

প্রেমিকার বোনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম। প্রতীকী ছবি

Viral: কয়েকদিনের জন্য প্রেমিকের কাছ থেকে দূরে সরে যান তিনি। কিন্তু তখনই তিনি জানতে পারে আশ্চর্যজনক ঘটনা।

  • Share this:

নয়া দিল্লি: ১৩ বছর বয়স থেকেই শুরু প্রেম। যুবতীর থেকে তাঁর বয়ফ্রেন্ড বয়সে ৩ বছরের বড় ছিল। কিন্তু ২০ বছর বয়সে পৌঁছে ওই যুবতী গর্ভবতী হয়ে যান। তখনও তাঁর বিয়ে হয়নি। কিন্তু একটি দুর্ঘটনায় তাঁর গর্ভপাত হয়ে যায়। এর পরে কয়েকদিনের জন্য প্রেমিকের কাছ থেকে দূরে সরে যান তিনি। কিন্তু তখনই তিনি জানতে পারে আশ্চর্যজনক ঘটনা।

ওই যুবতী জানতে পারেন, তাঁর সেই প্রেমিক এখন ওই যুবতীর বোনের সঙ্গে সম্পর্কে রয়েছে। এমন তাঁর বোনও গর্ভবতী। দুজনেই বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। বিখ্যাত সোশ্যাল নিউজ ফোরাম রেডিটে ২৪ বছরের ওই যুবতী গোটা ঘটনা জানিয়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবতীর দাবি, গর্ভপাতের পরে তিনি তাঁর প্রেমিকের থেকে দূরে চলে আসেন কিছুদিনের জন্য। সেই সময়ে সেই প্রেমিক তাঁর বোনের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। এমনকী বোন গর্ভবতীও হয়ে যায়। এখন সেই বোনকেই তাঁর প্রাক্তন প্রেমিক বিয়ের প্রস্তূতি নিচ্ছিল। ওই যুবতী বলেন, ১৩ বছর বয়সে আমরা সম্পর্কে জড়াই। সে ছিল আমার প্রথম প্রেম, আমার প্রথম সবকিছু। আমি ২০ বছর বয়সে গর্ভবতী হয়ে যাই। তখন আমাদের এনগেজমেন্ট হয়। কিন্তু গর্ভপাতের পরে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

ওই যুবতী বলেন, কয়েকদিন আগে তিনি একটি বিয়ের আমন্ত্রণ পান। সেটি ছিল তাঁর নিজের বোনের বিয়ের আমন্ত্রণ কার্ড। আর সেই কার্ডে বর হিসাবে রয়েছে তাঁর সেই পুরনো প্রেমিক। এই খবর জানার পরেই কার্যত মাথায় হাত পড়ে যায়। এর পরে তিনি সেই বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে গিয়ে সবকথা খুলে বলেন। এরপরেই বিয়ের আসরে কার্যত হইচই পড়ে যায়।

আরও পড়ুন, আবাস যোজনার টাকা পেতেই প্রেমিকের সঙ্গে এ কী কাণ্ড বাড়ির চার বৌয়ের! চমকে যাবেন

আরও পড়ুন, লুচি, পুরী আর কচুরির মধ্যে আসল পার্থক্য কী জানেন? শুনলে চমকে উঠবেন আপনি

ওই যুবতীর দাবি, এই ঘটনার পরে তিনি খুবই বিরক্ত। কারণ, তাঁর পরিবারও ওই যুবতীর পাশে এসে দাঁড়ায়নি। উল্টে বিয়ের আসরে এই সব কেচ্ছা বলার জন্য তাঁকেই দোষারোপ করেছেন। এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই যুবতী গোটা বিষয়টি জানিয়েছেন। যা রীতিমতো ভাইরাল।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Viral Post