হোম /খবর /বিদেশ /
এ কেমন কাজ! সারাদিন শুকতে হবে মলের গন্ধ, বেতন দেড় লাখ টাকা

Viral: এ কেমন কাজ! সারাদিন শুকতে হবে মলের গন্ধ, বেতন দেড় লাখ টাকা

এমন কাজ আগে কেউ শুনেছেন বলে মনে হয় না।

এমন কাজ আগে কেউ শুনেছেন বলে মনে হয় না।

Viral: সম্প্রটি এক সংস্থা এমন কাজের অফার দিয়েছে, যা দেখে হতবাক সকলেই।

  • Share this:

লন্ডন: মাসে বেতন দেড় লাখেরও বেশি। কাজ কিন্তু অফিসে বসে নয়। এটা একটু বিরল প্রকৃতির কাজ। বিরল প্রকৃতি কারণ, এমন কাজ আগে কেউ শুনেছেন বলে মনে হয় না। সম্প্রটি ব্রিটেনের এক সংস্থা এমন কাজের অফার দিয়েছে, যা দেখে হতবাক সকলেই। এই কাজ হচ্ছে সারাদিনে বিভিন্ন জনের মলের গন্ধ শুকতে হবে। আর সেই গন্ধ শুকে বলতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিপাক তন্ত্রে কোনও সমস্যা হয়েছে কিনা।

ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটে সম্প্রতি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্রিটেনের একটি সংস্থা রয়েছে, যার নাম ফিল কমপ্লিট। এই সংস্থাই সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থা সাধারণত পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য তাঁদের গ্রাহকদের সরবরাহ করে থাকে। সংস্থার বিভিন্ন কাজের মধ্যে একটি রয়েছে মল পরীক্ষা। তবে এই পরীক্ষা একটু জটিল। কারণ এই পরীক্ষায় গন্ধ শুকে বুঝতে হবে সংশ্লিষ্ট গ্রাহকেদর পরিপাক তন্ত্রের অবস্থা।

ওই সংস্থা জানিয়েছে, সাধারণত গন্ধ শুকে বলা খুব কঠিন কার পেটে অবস্থা কেমন। এই জন্য এই সংস্থা একটি প্রশিক্ষণ শিবির চালাবে। সেখানে ৫ জনকে বাছাই করে হবে। তাঁদের মলের গন্ধ শুকে পরিপাকতন্ত্রে অবস্থা কীভাবে জানাতে হবে সেই সম্পর্কেই কঠোর প্রশিক্ষণ দেওয়া হবে।

ওই সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, "বেশ কয়েকজনের মল-মূত্রের গন্ধ ভাল হয় না। কিন্তু দুর্গন্ধযুক্ত মল খারাপ হজম এবং খারাপ স্বাস্থ্যের লক্ষণ হতে পারে। পাকস্থলীতে ডিসবায়োসিস নামক ব্যাকটেরিয়ার সংখ্যার পরিবর্তনের কারণে পেটে মিথেন গ্যাস তৈরি হতে থাকে। এই গ্যাস মল তৈরি করে সেই সঙ্গে এটি শরীর থেকে দুর্গন্ধের মতো বের হয়। পরিপাক তন্ত্রে বিভিন্ন সমস্যাও দেখা দেয়। পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হয় মানুষকে। এই পরিস্থিতিতে মানুষ মল সম্পর্কে সচেতন হয়ে নিজের যত্ন নিতে পারেন। সেই থেকেই এই ভাবনা।"

আরও পড়ুন, আজব কাণ্ড! তিন বোনের সঙ্গে প্রেম ও বিয়ে, জানুন কীভাবে স্বামী ভাগ করেছিলেন বোনেরা

আরও পড়ুন, 'ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত?' বিরাট আকারের রহস্যময় এই বল ভেসে উঠল সমুদ্রে, দেখুন ভিডিও

সংস্থা জানিয়েছে, সাধারণত যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে। তাঁদের মূলত কাজ হবে মলের গন্ধ শুকে বলতে হবে শরীরে কোন পুষ্টির অভাব বা পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করছে কি না। এই জন্য মাসে দেড় লাখ টাকা বেতন মিলবে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Viral, Viral Post