হোম /খবর /বিদেশ /
খাবারের প্যাকেট খুলতেই বেরিয়ে এল 'পুরুষ যৌনাঙ্গ', ঘটনার ভিডিও শেয়ার হতবাক মহিলার

Viral: খাবারের প্যাকেট খুলতেই বেরিয়ে এল 'পুরুষ যৌনাঙ্গ', ঘটনার ভিডিও শেয়ার হতবাক মহিলার

কী কাণ্ড! খাবারের প্যাকেট খুলতেই বেরিয়ে এল 'পুরুষ যৌনাঙ্গ'! সেই ভিডিও-ই এখন চর্চার কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায়!

  • Last Updated :
  • Share this:

#ঘানা: কী কাণ্ড! খাবারের প্যাকেট খুলতেই বেরিয়ে এল 'পুরুষ যৌনাঙ্গ'! সেই ভিডিও-ই এখন চর্চার কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায়! তাজ্জব নেটিজেনরা, প্রশ্ন একটাই, কী করে এমনটা সম্ভব হল (Viral)?

তবে, গোড়া থেকেই বলা যাক! হালে ঘানার বাসিন্দা এক মহিলা খাবারের প্যাকেট খুলতেই অবাক হয়ে যান। প্যাকেটের ভিতর রয়েছে অবিকল পুরুষ যৌনাঙ্গের মতো দেখতে এক বস্তু! গোটা ঘটনার ভিডিও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় (Viral)। পুরুষ যৌনাঙ্গের মতো দেখতে বস্তুটি তিনি জুম করেও দেখান, আর তা দেখে হতবাক নেটিজেনরাও! সত্যিই তো, এক্কেবারেই পুরুষ যৌনাঙ্গের ফোটোকপি!

দেখুন সেই ভিডিও--

View this post on Instagram

A post shared by Ghbase.com (@officialghbase)

আরও পড়ুন:মেহেন্দি, মেক-আপ সব টিপটপ, প্রতি সপ্তাহে নববধূর সাজে দেখা যায় এই পাক মহিলাকে ! এর পিছনে কারণ কী ?

জানা যায়, মহিলা রাস্তার ধারে একটি দোকান থেকে কিনেছিলেন টুও জাফি নামে স্থানীয় একটি খাবার। মাংস ও বিভিন্ন ধরনের শস্য মিলিয়ে বানানো হয় এই পদ! বাড়িতে ফিরে খাবারের প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ! ভিতরে শস্যের মিশ্রণে ভাসছে একটি বস্তু যা দেখতে হুবহু পুরুষ যৌনাঙ্গের মতো! মহিলা ভিডিওতে সবাইকে সাবধান করেছেন, রাস্তার ধারের দোকান থেকে খাবার কেনার আগে ভাল করে যাচাই করে নিতে, দোকানদার কী খাবার দিচ্ছে!

আরও পড়ুন: আবার কি মৃত্যুমিছিল? আবার কি ধেয়ে আসছে সুনামি? ইন্দোনেশিয়ার ভূমিকম্পে আতঙ্ক

মহিলার ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য, বিষয়টি পুলিশকে জানানো উচিৎ। তবে এই প্রথম নয়! এর আগেও বহুবার ঘানায় কেনা খাবার নিয়ে গণ্ডগোল বেঁধেছে! ২০১৬ সালে, আকুসা অঞ্চলের বাসিন্দা এক মহিলা তাঁর খাবারের মধ্যে আবিষ্কার করেন পুরুষ যৌনাঙ্গের মতো দেখতে একটি মাংসের টুকরো। তিনি পুলিশের দ্বারস্থও হয়েছিলেন! দাবি জানিয়েছিলেন, মাংসের টুকরোটার ডিএনএ পরীক্ষা করা হোক।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Viral