Home /News /international /

Viral:১২ বছরের মেয়ে এক ঘুঁসিতে ভাঙছে গাছের গুড়ি, দুমড়ে মুচড়ে দিচ্ছে স্টিলের দরজা, দেখুন ভাইরাল ভিডিও

Viral:১২ বছরের মেয়ে এক ঘুঁসিতে ভাঙছে গাছের গুড়ি, দুমড়ে মুচড়ে দিচ্ছে স্টিলের দরজা, দেখুন ভাইরাল ভিডিও

সবেমাত্র ১২-এ পড়েছে মেয়েটা! কিন্তু এই বয়সেই কখনও বা এক ঘুঁসিতে ভেঙে ফেলছে শক্ত গাছের গুড়ি, কখনও বা তার ঘুঁসিতে দুমড়ে মুচড়ে যাচ্ছে স্টিলের দরজা

 • Share this:

  #রাশিয়া: সবেমাত্র ১২-এ পড়েছে মেয়েটা! কিন্তু এই বয়সেই কখনও বা এক ঘুঁসিতে ভেঙে ফেলছে শক্ত গাছের গুড়ি, কখনও বা তার ঘুঁসিতে দুমড়ে মুচড়ে যাচ্ছে স্টিলের দরজা! অথচ, মেয়েটার এতটুকুও ব্যথা লাগছে না বা, চোখে-মুখে বিন্দুমাত্র ব্যথার অভিব্যক্তি নেই! ১২ বছরের এভনিকা সাভাকাসের এহেন কীর্তির ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! নেটিজেনদের প্রশ্ন, কী করে এতটা শক্তি পেল একটা বছর ১২-র মেয়ে?

  বক্সিং-এর দক্ষতা আর অকল্পনীয় ঘুঁসির জোর... এই দুয়ের কারণে মাত্র ১২ বছর বয়সেই রাসিয়ার বাসিন্দা এভনিকা পেয়েছে ' বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী মেয়ে'-র শিরোপা। বাবা রুস্ট্রাম সাভাকাসের কাছে বক্সিংয়ে প্রশিক্ষণ নিয়েছে এভনিকা। ৫ বছর আগে প্রথম শিরোনামে আসে এভনিকা, সেইসময় তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ১ মিনিটের কম সময়ে ১০০টা বক্সিং পাঞ্চ মেরেছিল একরত্তি খুদে মেয়ে! তখন তার বয়স মাত্র ৮। যখন এভনিকা খুব ছোট, তখনই বাবা রুস্ট্রাম বুঝে গিয়েছিলেন, তাঁর মেয়ে আর পাঁচটা মেয়ের থেকে আলাদা, আঁচ করতে পেরেছিলেন, মেয়ের বক্সিংয়ের দক্ষতা, সেইমত খুব অল্প বয়স থেকেই যথাযথ প্রশিক্ষণ দিতে থাকেন মেয়েকে।

  হালে এভনিকার দুটি ভিডিও ভাইরাল হয়েছে, একটিতে দেখা যাচ্ছে বক্সিং পাঞ্চে শক্ত গাছের গুঁড়ি ভেঙে ফেলল মেয়েটি, কী জোর এক-একটা ঘুঁসিতে, চোখে না দেখলে কল্পনাই করা যায় না! দেখুন সেই ভিডিও--

  দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে ঘুঁসি মেরে শক্ত স্টিলের দরজা দুমড়ে মুচড়ে ভেঙে দিল এভনিকা! দেখুন সেই ভিডিও--
  এভনিকার ভাষায়, আমি বক্সিং খুব ভালবাসি, যখন এক-একটা পাঞ্চ মারি, যে আওয়াজটা হয়, দারুণ লাগে! আমি যখন খুব তাড়াতাড়ি পাঞ্চিং করি, আমার পা-ও সেই ছন্দে তাল মেলায়।''
  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Viral

  পরবর্তী খবর