#ভিয়েতনাম: উন্নত দেশ, ৯৭ মিলিয়ন জনসংখ্যা, চিনের সঙ্গে একটা বড় অংশের বর্ডার ভাগ করে নেয়, করোনা আক্রান্তের সংখ্যা ২৬৮, কিন্তু এখনও পর্যন্ত সে-দেশে করোনায় একজনও প্রাণ হারাননি! ভিয়েতনাম। যেখানে আমেরিকা, লন্ডন, ইতালির মত শক্তিশালী দেশ করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেখানে এই মারণ ভাইরাসকে সম্পূর্ণভাবে বাগে এনেছে ভিয়েতনাম।
কিন্তু কীভাবে করোনাকে সায়েস্তা করল ভিয়েতনাম ? সবথেকে মোক্ষম উপায়-- শুরু থেকেই সতর্ক হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই বিমানবন্দরে শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং। বিমানবন্দরে আগত প্রতিটি মানুষের থেকে হেলথ সেল্ফ ডেক্লারেশন নেওয়া হয়েছে, যেখানে উল্লেখিত থেকেছে তাঁদের ব্যাক্তিগত তথ্য, কোথা থেকে আসছেন, কোথায় কোথায় গিয়েছেন। শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেটের বেশি হলেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার জন্য। গত কয়েকমাসে স্বাস্থ্য দফতরের তথ্য যাচাই করা হয়েছে। কেউ মিথ্যে তথ্য দিলে সঙ্গেসঙ্গে শাস্তির নিদান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vietnam corona