হোম /খবর /বিদেশ /
লকডাউনে ফাঁকা রাস্তায় পায়চারী করছে বিশালাকার গন্ডার! তাড়া করল ব্যক্তিকে

লকডাউনে ফাঁকা রাস্তায় পায়চারী করছে বিশালাকার গন্ডার! তাড়া করল লকডাউন ভাঙা ব্যক্তিকে

  • Last Updated :
  • Share this:

#নেপাল: গোটা দেশেই চলছে লক ডাউন । শুধু দেশ নয়, বিশ্বেরও একাধিক দেশে চলছে লকডাউন। করোনা আতঙ্কে এখন গৃহবন্দী সকলেই । আর সেই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা । কবি লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ গোটা দেশ যখন কাবু ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাসের চোখ রাঙানিতে । বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে প্রকৃতি । মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে ফিরিয়ে আনছে প্রকৃতি মা । নিস্তেজ হয়ে যাওয়া শহরে আজ বিনা চিন্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণ,, নীলগাই, বাঘরোল, ভামের দল । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে । মাত্র ১৫ দিনেই দূষণ কমেছে উল্লেখযোগ্য হারে ।এমন অবস্থায় নেপালের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল একটি গন্ডারকে । শুধু তাই নয়, এক পথচারীকে তাড়াও করে গন্ডারটি । সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । বনদফতরের এক আধিকারিক ভিডিওটি শেয়ার করেছেন ট্যুইটারে । তিনি জানান, নেপালের চিতওয়া ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে এসেছিল বিশালাকার ওই গন্ডার । রাস্তায় ঘুরে ঘুরে যেন সে পাহারা দিচ্ছিল । লকডাউন ভেঙে বাইরে বেরনো এক ব্যক্তিকে তাড়া করে সে । দৌড়ে কোনওমতে প্রাণে বাঁচেন তিনি ।

Published by:Simli Raha
First published:

Tags: Lockdown, Nepal rhino, Quarantine