#ইসলামাবাদ: কোনও মানুষ কতটা ভালো ইংরাজি বলতে পারেন সেটা কখনই তাঁর গুণের পরিচায়ক হতে পারে না৷ বিশেষত সেটি যদি তাঁর মাতৃভাষা না হয় ৷ অথচ প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের দাগ এখনও মুছে উঠতে পারেনি ভারতীয় উপমহাদেশ৷ সম্প্রতি দুই পাকিস্তানি মহিলার করা এক ভিডিও যা তাঁরা একজন মানুষকে ‘নীচু’ দেখানোর জন্য শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, সেটাই ব্যাকফায়ার করে তাঁদের দিকেই ধেয়ে এসেছে৷
পাকিস্তানের একটি অভিজাত রেস্তোঁরায় এই ভিডিওটি শ্যুট করা হয়েছে৷ সেখানের মালকিন দুই পাকিস্তানি মহিলা নিজেদের রেস্তোঁরার ম্যানেজারকেই ছোট করছেন!তাও কেন আবার শুধুমাত্র ঝরঝরে ইংরাজি না বলতে পারার জন্য৷ ভিডিওটি ১ মিনিট ১৮ সেকেন্ডের৷ ভিডিওটির দুই মহিলার নাম উজমা ও দিয়া৷ তাঁরা ইসলামাবাদের দক্ষিণে থাকা কানোলি বাই কাফে সোলের মালকিন৷
তাঁরা নিজেদের ভিডিওতে ৯ বছর ধরে তাঁদের দোকানে কাজ করা ম্যানেজারকে কার্যত ‘বুলি’(Bully) করছে ৷ যা কার্যত নিন্দনীয় অপরাধ৷
এই দুই ভদ্রমহিলা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন৷ এমনকি পাকিস্তানে ট্রেন্ড শুরু হয় #BoycottCannoli৷ ৷ এটা পাকিস্তানের ট্যুইটার টপ ট্রেন্ডের মধ্যে ছিল৷
ভিডিওতে উজমা ও দিয়া নিজেদের ম্যানেজারকে যেভাবে সকলের সামনে খেলো করেছেন তাতে নিজেরাই আরও বেশি ছোট হয়েছেন৷ তাঁরা ভিডিওতে ম্যানেজারকে জিজ্ঞাসা করেছেন কটি ইংরাজি -র ক্লাস করেছে তাদের সেই ম্যানেজার৷
ম্যানেজার আমতা আমতা করে জবাব দেন তিনি দেড় বছর ধরে ইংরাজি শিখেছেন৷ তাঁকে এরপর ক্যামেরার সামনে ইংরাজি বলতে বলেন ওই দুই ভদ্রমহিলা৷ তারপর তাঁর ইংরাজি বলা নিয়ে খিল্লি করতে শুরু করেন ওই দুই পাকিস্তানি৷
নেটিজেনরা এই দুই ভদ্রমহিলার কলোনিয়াল হ্যাংওভার নিয়ে একেবারে তাঁদেরকে পুঁতে দিয়েছেন৷ কীভাবে একটা ঔপনিবেশিক ভাষা তাঁরা এভাবে একজনকে দিয়ে বলানোর চেষ্টা করেন তা নিয়েই বেজায় চটেছেন নেটিজেনরা৷
ভিডিওতে ওই দুই মহিলা বলেছেন ,"This is the 'beautiful' English he speaks,"-অর্থাৎ কী সুন্দর ইংরাজি এ বলে৷ ’এরপর তারা এতেই ক্ষান্ত না হয়ে বলে "This is what we paid for."- অর্থাৎ এটার জন্য আমরা ওঁনাকে টাকা দিই৷
কাফে মালিকদের নিজের দেশের লোকের প্রতি এরকম নক্কারজনক ব্যবহার একেবারেই ভালোভাবে নেননি তিনি৷ শুধুমাত্র ট্যুইটার প্ল্যাটফর্মেই এই ভিডিও-র ভিউ হয়েছে ৮.৭ লক্ষ বার৷