• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • মুণ্ডহীন মুরগি ভাসছে সমুদ্রে, এ এক ভয়ঙ্কর জীব, দেখুন ভাইরাল ভিডিও....

মুণ্ডহীন মুরগি ভাসছে সমুদ্রে, এ এক ভয়ঙ্কর জীব, দেখুন ভাইরাল ভিডিও....

 • Share this:

  #সিডনি: সমুদ্র মানেই রহস্যের হাতছানি ৷ কী কী যে আছে গভীর সমুদ্রে তার কোন উত্তরই জানা নেই কারো ৷ এবার সেই অতল জলেই মিলল মুণ্ডহীন মুরগি ! দিব্যি চলাফেরা করতে পারে সে ৷ দেখলেই গায়ে কাঁটা দেবে ৷ গবেষকরা এর নাম দিয়েছে 'হেডলেস চিকেন মনস্টার' ৷ এই জীবটির ভিডিও এখন ভাইরাল ৷

  আন্টার্টিকের পাশে বিছিয়ে থাকা মহাসাগরে দেখা মিলেছে এই জীবের ৷ মাথা কাটা মুরগির বলে বেশি পরিচিত এই জীবটির বিজ্ঞানসম্মত নাম এনিফ্নিঅ্যাসটিস এক্সিমা ৷ ২০১৭-এ প্রথমবার গল্ফ অব মেক্সিকোতে দেখা মেলে এটির ৷ সম্প্রতি কুমেরুতে আবার দেখা মিলল এর ৷

  এক বিশেষ ক্যামারার মাধ্যমে এই জীবের ছবি তোলা হয়েছে ৷ চলতি ভাষায় একে সি কিউকাম্বার বা সামুদ্রিক শশাও বলা হচ্ছে ৷ তবে দুর্লভ প্রজাতির এই জীবটিকে সংরক্ষণের দাবিও উঠেছে ৷ ছবি উঠতেই মুহূর্তে ভাইরাল এই ভিডিও, দেখুন ....

  First published: