• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ভ্যালেনটাইন'স ডে আসলে বোন দিবস! কে বললেন এমন কথা!

ভ্যালেনটাইন'স ডে আসলে বোন দিবস! কে বললেন এমন কথা!

photo source collected

photo source collected

 • Share this:

  #ইসলামাবাদ:প্রেম দিবস এখন থেকে পালিত হবে 'বোন দিবস' হিসেবে। কলকাতায় নয় যদিও, তবে খুব দূরে কোথাও নয়।প্রেমিকের সঙ্গে ঘুরতে বেড়িয়েছেন, হুট করে সামনে চলে এল চেনা কেউ! কী করবেন? সঙ্গে সঙ্গে প্রেমিক বা প্রেমিকাকে ভাই বোন বানিয়ে ফেললেই হল। সব ঝামেলা শেষ। এই ধরণের ঘটনা আমাদের সকলের জীবনে এক দুবার ঘটে থাকবেই। তবে যতই মিথ্যে হোক না কেন! দিনগুলো ছিল স্বপ্নের মত। সেই স্বপ্নের দিন ফিরতে চলেছে আবার। প্রেম দিবস এখন থেকে পালিত হবে 'বোন দিবস' হিসেবে। কলকাতায় নয় যদিও, তবে খুব দূরেও নয়।

  বাংলায় বসন্ত প্রায় এসে গেছে। গোটা বসন্ত জুড়েই চলবে প্রেম পর্ব। তবে পাকিস্তানের কথা শুনলে আপনি চমকে যাবেন। হ্যাঁ, সেখানকার ফয়সালাবাদের কৃষিবিজ্ঞান বিশ্ববিদ্যালয় জারি করেছে নয়া ফরমান। ১৪ ফেব্রুয়ারি পালন করতে হবে বোন দিবস হিসেবে। পাক সংবাদপত্র ডন-এ প্রথম প্রকাশিত হয়েছিল এই খবর।

  ফয়সালাবাদ ইউনিভার্সিটি অব এগ্রিকালচারের উপাচার্য জাফর ইকবাল ইতিমধ্যে ঘোষণা করেছেন, ওই দিনে বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা তাদের বোনেদের স্কার্ফ এবং বোরখা উপহার দিতে পারেন চাইলে। ভ্যালেন্টাইন্স ডে-র ধারণা পশ্চিমী সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও পাকিস্তানের ইসলামী সভ্যতায় খাপ খায় না তা। এই যুক্তি দেখিয়ে 'প্রেম দিবস' কে 'বোন দিবস'-এ বদলে ফেললেন জাফর ইকবাল। জানিয়েছেন ইসলাম নারী স্বাধীনতা এবং সুরক্ষাকেই সবচেয়ে গুরুত্ব দেয়। ১৪ ফেব্রুয়ারি 'বোন দিবস' পালন করেই নারীর প্রতি সম্মান জানাতে হবে।

  দেখুন টুইট--->

  তবে রাতারাতি চাইলেই প্রেম দিবসকে বদলে ফেলা তো মুখের কথা নয়! সোশ্যাল মিডিয়া চুপ করে বসে থাকার পাত্র নয়। টুইটারে রীতিমতো ঝড় তুলেছেন তারা। কেউ কেউ বলছেন, যে দেশে সম্পত্তিতে মহিলাদের সমানাধিকার নেই, সেখানে 'বোন দিবস' পালন করে মহিলাদের সম্মান জানানো যায় কী'? অনেকে আবার পুরো বিষয়টাকেই খারাপ চোখে দেখছে।

  আরও ভিডিও দেখুন--->

  First published: