Home /News /international /

পুরুষ পাইথনকে ব্যবহার করে ১৭ ফুট লম্বা স্ত্রী পাইথনকে ধরা হল, একসঙ্গে ৭৩টি ডিমে তা দিচ্ছিল সে!

পুরুষ পাইথনকে ব্যবহার করে ১৭ ফুট লম্বা স্ত্রী পাইথনকে ধরা হল, একসঙ্গে ৭৩টি ডিমে তা দিচ্ছিল সে!

রিসার্চের জন্য পাইথনটির থেকে তথ্য গ্রহণ করা হচ্ছে ৷

  • Share this:

    #ফ্লোরিডা: গবেষণার কাছে ব্যবহার করার জন্য রেকর্ড আকারের স্ত্রী পাইথনকে ধরলেন ফ্লোরিডার বিজ্ঞানীরা ৷ এই কাজে ব্যবহার করা হল একটি পুরুষ পাইথনকে ৷ পুরুষ পাইথনটির গলায় রেডিও ট্রান্সমিটার লাগানো ছিল ৷ ফলে সে তার সঙ্গিনীর কাছাকাছি যেতেই ওই বিশালাকার স্ত্রী পাইথনটি সকলের নজরে আসে ৷ সে সময় ৭৩টি ডিমে তা দিচ্ছিল ওই পাইথনটি ৷ বিশেষজ্ঞরা বলছেন, ১৭ ফুট অর্থাৎ ৫.২ মিটার লম্বা পাইথনটি ১৪০ পাউন্ড বা ৬৪ কিলোগ্রাম ওজনের ৷ দক্ষিণ ফ্লোরিডায় এর থেকে বড় পাইথন আগে কখনও পাওয়া যায়নি ৷ সম্প্রতি এই পাইথনটির একটি ছবি শেয়ার করেছেন বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভের বিজ্ঞানীরা ৷ রিসার্চের জন্য পাইথনটির থেকে তথ্য গ্রহণ করা হচ্ছে ৷

    First published:

    Tags: Florida, Python

    পরবর্তী খবর