হোম /খবর /বিদেশ /
করোনা সঙ্গে 'যুদ্ধে' ভারতকে অর্থ সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্রের

করোনা সঙ্গে 'যুদ্ধে' ভারতকে অর্থ সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্রের

করোনা ভাইরাস অতিমারীর বিরুদ্ধে একযোগে চলছে লড়াই৷ ভারতের কাছে ম্যালেরিয়ার ওষুধ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা মোকাবিলায় ভারতের পাশে আমেরিকা৷ আগেই এই কথা জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার সরাসরি ভারতকে অর্থ সাহায্যের জন্য এগিয়ে এল মার্কিন যুক্তরাষ্ট্র৷ ২২ কোটি টাকা USAID-এর মাধ্যমে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ পরবর্তীতে আরও অনুদান দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনিথ জাস্টর৷

USAID, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, এবং আরও এই ধরণের সংস্থার মাধ্যমে করোনার বিরুদ্ধে কাজ চালাচ্ছে আমেরিকা৷ নতুন এই ফান্ডের মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে আরও দ্রুত উন্নতি করা যাবে এবং করোনার সঙ্গে মোকাবিলায় মিলবে স্বস্তি৷ এমনই আশা করছেন বিজ্ঞানীরা৷

করোনা ভাইরাস অতিমারীর বিরুদ্ধে একযোগে চলছে লড়াই৷ ভারতের কাছে ম্যালেরিয়ার ওষুধ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প৷ মনে করা হচ্ছে করোনার ওষুধ হিসেবে কিছু ক্ষেত্র এই ড্রাগ কাজে দিচ্ছে৷ তাই ভারত সরকারের কাছে এই আর্জি জানান মার্কিন প্রেসিডেন্ট৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19