হোম /খবর /বিদেশ /
মদ্যপায়ীদের জন্য সুখবর! লকডাউনে মদের হোম ডেলিভারি করছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর

মদ্যপায়ীদের জন্য সুখবর! লকডাউনে মদের হোম ডেলিভারি করছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর

সামাজিক সূরত্ব বজায় রেখে মদ দেলিভারি করছে কুকুর

  • Last Updated :
  • Share this:

#আমেরিকা: বিশ্বজুড়ে করোনা ত্রাস। পৃথীবি আজ যেন মৃত্যুপুরি। বিশ্ব জুড়ে করোনায় মৃত ১ লক্ষ ছাড়াল। করোনায় এই মুহূর্তে সব চেয়ে ভয়ানক জায়গায় রয়েছে নিউ ইয়র্ক। মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, অথচ মর্গে দেহ রাখার জায়গা নেই। যে সব দেহের কোনও দাবিদার নেই, সেগুলি যাতে দ্রুত সরিয়ে ফেলা যায়, তার জন্য হার্ট আইল্যান্ডে চলছে গণকবর তৈরির কাজ। সংক্রমণ রুখতে দেশের কয়েকটি এলাকায় লকডাউন জারি করেছে প্রশাসন।

লকডাউনে একাধিক সমস্যায় জেরবার বাসিন্দারা। সবথেকে নাজেহাল অবস্থা মদের অভাবে তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন! এই পরিস্থিতিতে আমেরিকার মেরিল্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রেখেই মদের হোম ডেলিভারির এক অভিনব পন্থা আবিষ্কার করলেন মদের দোকানর মালিক। বাড়িতে বাড়িতে মদ পৌঁছে দিচ্ছে কুকুর! এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল, চোখ ছানাবড়া নেটিজেনদের!

মেরিল্যান্ডের স্টোন হাউস উরবার্ন ওয়াইনারি নামে একটি মদের দোকান ১১ বছরের একটি কুকুরকে মদের হোম ডেলিভারি করার কাজে লাগিয়েছে। সারমেঢয়র নাম সোডা, সে প্রবল উৎসাহে গ্রাহকদের মদ দিয়ে আসছে। সোডার মদ ডেলিভারির একটি ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! সেখানে দেখা যাচ্ছে, একজন মহিলা রাস্তার ধারে থাকা পার্কিং লটে দাঁড়িয়ে রয়েছেন। শরীরে লাগানো একটি বিশেষ ডিজাইনের চামড়ার ব্যাগে মদের বোতল নিয়ে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সোডা। মহিলার কাছাকাছি যাওয়ার পর ব্যাগ থেকে মদের বোতলটি বের করে নিলেন মহিলা।লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে, সংক্রমণ এড়িয়ে মদের যোগান পেয়ে সোডাকে কুর্ণিশ জানাচ্ছেন মদ্যপায়ীরা।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Dog delivering liquor