#ওয়াশিংটন ডিসি: করোনা ভাইরাস অতিমারির রূপ নেওয়ার পর থেকেই চিনকে বারবার কঠাগড়ায় তুলেছেন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প৷ করোনার জন্য চিনকেই দায়ী করছেন তিনি৷ ক্ষুব্ধ চিনা প্রেসিডেন্ট এ দিকে সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে দিয়েছেন৷ এ হেন উত্তপ্ত পরিস্থিতিতে ফের চিনকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি জানালেন, চিনের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
হংকংয়ে চিনের নীতি নিয়ে সরব ট্রাম্প৷ সে ক্ষেত্রে চিনের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনাও করছেন বলে জানালেন মার্কিন প্রসিডেন্ট৷ বললেন, 'আমরা চিনের বিরুদ্ধে কিছু একটা করব৷ খুবই ইন্টারেস্টিং হবে ব্যাপারটা৷ আজই সে বিষয়ে আমি কিছু জানাবো না৷'
তিনি আরও বলেন, 'এই সপ্তাহের শেষেই আপনারা শুনতে পাবেন৷ খুবই শক্তিশালী কিছু একটা৷'
করোনা অতিমারি পরিস্থিতিতেই ক্রমে ঘনাচ্ছে যুদ্ধের আবহ৷ নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের কাছে একাধিক জায়গায় মুখোমুখি ভারত-চিন। এ হেন পরিস্থিতিতেই চিন সেনাকে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়ে দিলেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো৷
চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং সেনাকে নির্দেশ দিয়েছেন, মহড়া শুরু করে দেওয়ার৷ একই সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি৷ দিন দুয়েক আগে চিনের শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ই এ দিন করোনা ভাইরাস অতিমারির জন্য তাদের দেশকে কাঠগড়ায় দাঁড় করানোর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্পেনের তীব্র নিন্দা করেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump