corona virus btn
corona virus btn
Loading

ভয়ানক ! লুকোচুরি খেলতে গিয়ে ওয়াশিং মেশিনে আটকে গেলেন যুবতী ! দেখুন ভিডিও

ভয়ানক ! লুকোচুরি খেলতে গিয়ে ওয়াশিং মেশিনে আটকে গেলেন যুবতী ! দেখুন ভিডিও
photo source Instagram

তারপর তার চিৎকাজ শুনে বাড়ির অন্যরা ছুঁটে আসে।

  • Share this:

#ওয়াশিংটন: মেয়েটির বয়স ১৮। আমেরিকার বাসিন্দা। লকডাউনে তারাও বন্দি ঘরে। ছোট ভাইয়ের সঙ্গে মেয়েটি লুকোচুরি খেলছিল। বাড়ির বাইরে বেরোন যাবে না। তাই লুকোবার জায়গা ঘরেই খুঁজতে হল। নতুন জায়গা খুঁজতে মেয়েটি ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে যখন বাইরে আসতে চেষ্টা করে ভেতরেই আটকে পড়ে।

তারপর তার চিৎকাজ শুনে বাড়ির অন্যরা ছুটে আসে। কিন্তু কোনও ভাবেই তাঁকে বাইরে বের করা যাচ্ছিল না। অবশেষে ফায়ার টিমকে খবর দিতে হয়। তাঁরা এসে মেশিনটি কেটে মেয়েটিকে উদ্ধার করে।  এই গোটা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। সকলে বলছেন, বাচ্চারা তো বাচ্চাই হয়। ওরা কি আর এত কিছু বোঝে। তবে মেয়েটি আর কিছুক্ষণ আটকে থাকলে হতে পারতো বড় বিপদ।

First published: April 23, 2020, 4:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर